সিলেট ৩ আসনে দলীয় মনোনয়ন ফরম নিলেন কবির উদ্দিন আহমদ

Published: 8 June 2021

সিলেট অফিস :


সিলেট ৩ আসনের উপ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম আজ ৮ই জুন মঙ্গলবার সংগ্রহ করেছেন সাবেক মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক বর্তমান সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ২০০৪ সালে সিলেটের গুলসান হোটেলে গ্রেনেড হামলায় গুরুতর আহত কবির উদ্দিন আহমদ।

আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহের পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কবির উদ্দিন আহমদ বলেন, সারা জীবন দলের জন্য কাজ করেছি, হামলা মামলা নির্যাতন সহ্য করেছি। সিলেট ০৩ আসনে উপনির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে আজ মনোনয়নপত্র নিয়েছি। নেত্রী যদি আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেন তাহলে ইনশাল্লাহ আমি উন্নয়ন উপহার দিবো।

এ সময় দক্ষিণ সুরমা উপজেলার নেতৃবৃন্দ সহ বিভিন্ন উপজেলার ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।