সিলেটে পুলিশের ওপর হামলা, ভাই সহ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

Published: 12 June 2021

সিলেট অফিস :


সিলেট নগরীর চৌহাট্টায় পুলিশের উপর হামলাকারী ‘ছাত্রলীগ কর্মীকে ভাইসহ গ্রেফতার করা হয়েছে। তারা হলেন জালালাবাদ থানার পীরপুরের সন্তোষ চৌধুরীর ছেলে বাদল চৌধুরী ও সৌরভ চৌধুরী। পুলিশ জানায়, শনিবার দুপুরে চৌহাট্টা পয়েন্টে ট্রাফিক আইন অমান্য করে মোটরসাইকেল নিয়ে এগিয়ে যেতে বাঁধা দেয়ায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট জসিম উদ্দিনের উপর হামলা চালান সৌরভ ও বাদল। তারা চিৎকার করে নিজেদের ‘ছাত্রলীগ’ ‘ছাত্রলীগ’ বলে পরিচয় তাকে কিলঘুষি মারতে থাকে । এ সময় পুলিশের দুই কনস্টেবল সুমন ও সাইফুর রহমান এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সৌরভ ও বাদলকে আটক করেন।

পরে হামলায় আহত ট্রাফিক সার্জেন্ট মো. জসিম তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করেন। রোববার তাদের আদালতে তোলা হবে।