এয়ারপোর্ট-বাদাঘাট-তেমুখি সড়ক দ্রুত বাস্তবায়নের দাবী

Published: 14 June 2021

সংবাদ বিজ্ঞপ্তি :


সিলেটবাসীর দীর্ঘদিনের কাক্ষিত এয়ারপোর্ট-বাদাঘাট-তেমুখি সড়ক দ্রুত বাস্তবায়নের দাবী জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করেছে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। এছাড়াও পত্রের কপি সড়ক ও জনপথ অধিদপ্তর বরাবরে প্রেরণ করা হয়েছে। চেম্বার সভাপতি আবু তাহের মোঃ শোয়েব কর্তৃক স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে যে, ২০১০ সালে এয়ারপোর্ট-বাদাঘাট-তেমুখি সড়ক সম্প্রসারণের কাজ শুরুর উদ্যোগ গ্রহণ করা হয়। পরবর্তীতে সিলেটবাসী দুই লেনের এই সড়কটি চার লেনে উন্নীত করার দাবী জানান এবং ২০১৬ সালে সেমতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়। উক্ত প্রস্তাবনা সংশোধন করে চার লেন সড়কের সঙ্গে দুটি সার্ভিসলেন যুক্ত করে নতুন করে আবার প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়। এভাবে প্রায় ১০ বছর পেরিয়ে গেলেও রাস্তাটির সম্প্রসারণ কাজ আলোর মুখ দেখনি। গত ০৮ আগস্ট ২০২০ইং তারিখে সড়ক ও মহাসড়ক বিভাগের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল সড়ক পরিদর্শন করেন। পরবর্তীতে উচ্চপর্যায়ে প্রকল্প নিয়ে যাচাই বাচাই কার্যক্রম শেষ হলেও এখনও উল্লেখযোগ্য কোন অগ্রগতি সম্পন্ন হয়নি। ২০২১-২০২২ অর্থবছরেও আলোর মুখ দেখেনি এয়ারপোর্ট-বাদাঘাট-তেমুখি সড়ক প্রকল্প।

চেম্বারের পত্রে আরো উল্লেখ করা হয় যে, সিলেট-এয়ারপোর্ট-কোম্পানীগঞ্জ সড়ক কেবল পাথর পরিবহনের জন্যই গুরুত্বপূর্ণ নয় বরং এ অঞ্চলে ভোলাগঞ্জ শুল্ক স্টেশন রয়েছে, যে স্টেশনটি ভারত থেকে পাথর, চুনাপাথর ইত্যাদি আমদানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি এখানে পর্যটন কেন্দ্র সাদাপাথর, বিছানাকান্দি, পান্থুমাই ঘিরে পর্যটকদের চাপ বেড়েছে। সিলেট বিভাগীয় আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামও রয়েছে এয়ারপোর্ট এলাকায়। তাছাড়া এয়ারপোর্ট-বাদাঘাট-তেমুখি সড়ক সম্প্রসারণ হলে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক তথা সুবিধবাজার-আম্বরখানা-এয়ারপোর্ট রোডে চাপ কমবে। সন্ধার পর থেকে শতশত ট্রাকের চলাচল শুরু হলে সিলেট জুড়ে দেখা দেয় তীব্র যানজট। স্থবির হয়ে পড়ে শহরের সড়কগুলো। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত নগরীর ভেতরে বেপরোয়া ট্রাক চলাচলের কারণে প্রায়ই দূর্ঘটনা ঘটছে। গত এবছরে এরকম দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।

এছাড়াও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে উন্নয়ন ও আধুনিকায়নের কাজ চলমান। কাজ শেষ হলে বিমানবন্দরে বাড়বে আর্ন্তজাতিক ফ্লাইট। ফলে বিমানবন্দরে যাত্রী ও যানবাহনে চাপ বাড়বে। সর্বোপরি সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এয়ারপোর্ট-বাদাঘাট-তেমুখি সড়ক সম্প্রসারণের কাজ দ্রুততম সময়ে বাস্তবায়নের জন্য সিলেট চেম্বারের পক্ষ থেকে দাবী জানানো হয়েছে।