বড়লেখায় সওজের বিকল্প রাস্তা তৈরীতে অনিয়ম : জনদূর্ভোগ দুর্ঘটনার আশংকা
বড়লেখা প্রতিনিধি :
বড়লেখায় সড়ক ও জনপথ বিভাগের বড়লেখা-শাহবাজপুর সড়কের ঘোলসা এলাকায় দুইটি কালভার্ট নির্মাণের কাজ চলছে। স্থানীয় বাসিন্দা ও এ রাস্তায় চলাচলকারীদের অভিযোগ সওজের উদাসীনতায় বিকল্প রাস্তা (ডাইভার্সন রোড) তৈরীতে ঠিকাদার চরম অনিয়ম করেছেন। এতে মারাত্মক ঝুঁিক নিয়ে যানবাহন চলাচল করছে। যেকোন সময় মারাত্মক দুর্ঘটনার আশংকা রয়েছে। এছাড়া কালভার্টের ঢালাই কাজে নিম্নমানের পাথর ব্যবহারেরও অভিযোগ উঠেছে।
জানা গেছে, বড়লেখা-শাহবাজপুর সড়ক ও জনপথ বিভাগের রাস্তার ঘোলসা এলাকায় দুইটি কালর্ভার্ট (সেতু) নির্মাণের দায়িত্ব পায় ইউনুছ এন্ড ব্রাদার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। সংশ্লিষ্ট ঠিকাদার জনগুরুত্বপুর্ণ এ সড়কে কালভার্ট নির্মাণের বিকল্প রাস্তা তৈরীতে অনিয়ম করায় যানবাহণ চলাচলে ব্যাঘাত ঘটে। দূর্ভোগে পড়েন উপজেলার দক্ষিণ শাহবাজপুর, উত্তর শাহবাজপুর ও নিজ বাহাদুরপুর ইউনিয়ের অর্ধলক্ষাধিক জনসাধারণ। ঝুঁিক নিয়ে চলাচল করতে গিয়ে ঘটছে নানা দুর্ঘটনা।
প্রভাষক মোশাররফ হোসেন সবুজ, সমাজসেবক ফয়সল আহমদ প্রমুখ অভিযোগ করেন, এ সড়কে হাল্কা যানবাহনই বেশি চলাচল করে। বিকল্প রাস্তাটি সঠিকভাবে তৈরী না করেই ঠিকাদার পুরাতন পুল (কালভার্ট) ভেঙ্গে নতুন পুলের কাজ শুরু করেন। এতে বিকল্প রাস্তায় প্রাইভেটকার, অটোরিকশা, পিকআপের নিচের অংশ মাটিতে লেগে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দ্রুত মেরামত না করলে বড় কোনো দুর্ঘটনার আশংকা রয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সওজের সাইট ইঞ্জিনিয়ারের উদাসীনতায় ঠিকাদার বিকল্প রাস্তা তৈরীতে চরম অনিয়ম ও কালভার্টের নির্মাণ কাজে নিম্নমানের পাথর ব্যবহার করেছেন। এতে কালভার্টটির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
নির্মাণ কাজের তদারকি কর্মকর্তা সওজের উপ-সহকারী প্রকৌশলী মো. দুলাল মিয়া নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ অস্বীকার করে জানান, ডাইভার্সন রোড দ্রুত মেরামত করতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হবে।