‘ম্যারাডোনাকে চিকিৎসকরাই খুন করেছেন’!

Published: 17 June 2021

পোস্ট ডেস্ক :


আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনাকে তার চিকিৎসকরাই খুন করেছেন বলে মারাত্মক অভিযোগ তুললেন স্বাস্থ্যসেবক দাহিনা গিসেলা মাদ্রিদ। মাদ্রিদের আইনজীবী রোদোলফো বাকে এমনই অভিযোগ করেছেন। ম্যারাডোনা মৃত্যুর দিকে এগিয়ে গেলেও চিকিৎসকরা কিছুই করেননি বলে তিনি মনে করেন।

ম্যারাডোনাকে ইচ্ছাকৃত ভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছিল চিকিৎসক এবং স্বাস্থ্যসেবকসহ ৭ জনের বিরুদ্ধে। তাদের মধ্যেই একজন মাদ্রিদ। ডে শিফটে তিনি ম্যারাডোনার দেখাশোনা করতেন। সংবাদমাধ্যমের কাছে তার আইনজীবী বাকে বলেন, ‘তারা (চিকিৎসকরা) ম্যারাডোনাকে মেরে ফেলেছে!’

বাকের বক্তব্য, আর্জেন্টিনার তারকা ফুটবলারের মৃত্যুর জন্য তার মক্কেল নন, দোষী চিকিৎসকরা। ম্যারাডোনার হৃদরোগের চিকিৎসা চলছিল। সেই সময় তাকে মানসিক রোগের ওষুধ দেওয়া হয় যা হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। বাকের অভিযোগ এর ফলেই মৃত্যু হয়েছে ম্যারাডোনার। এর আগে স্বাস্থ্যসেবক রিকার্ডো আলমিরন বলেছিলেন, ম্যারাডোনা মানসিক রোগে আক্রান্ত বলে তাকে জানানো হয়েছিল।