তামিমকে ছাড়িয়ে হাসানুজ্জামান

Published: 21 June 2021

পোস্ট ডেস্ক :

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান হওয়ার মাইলফলক অর্জন করলেন হাসানুজ্জামান।

সোমবার বিকেএসপিতে ‘ইউল্যাব ফেয়ার প্লে কাপ ক্রিকেটে’ ৪৮ বলে ১১টি চার ও ৭ ছক্কায় ১০৫ রান করে এ রেকর্ড গড়েন তিনি।

এদিন বিকেএসপিতে অনুষ্ঠিত রেলিগেশন লিগের প্রথম ম্যাচটিতে মুখোমুখি হয় ওল্ড ডিওএইচএস ও পারটেক্স।

টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৯৯ রান সংগ্রহ করে ওল্ড ডিওএইচএস। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে এটিই সর্বোচ্চ ইনিংস। দলের পক্ষে সেঞ্চুরির আশা দেখানো রাকিন আহমেদ অপরাজিত থাকেন ৯২ রানে।

২০০ রানের লক্ষ্যে খেলতে নামা পারটেক্স রানের খাতা খোলার আগেই টপ অর্ডারের দুই ব্যাটসম্যানকে হারায়। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পারটেক্সকে একাই টেনে তোলার চেষ্টা করেন হাসানুজ্জামান।

ঘরোয়া ক্রিকেটে কুড়ি ওভারের ফরম্যাটে দ্রুততম সেঞ্চুরি তোলার রেকর্ডটি ছিল যুববিশ্বকাপজয়ী ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমনের। সোমবার ৪৮ বলে সেঞ্চুরি করে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান হয়ে যান হাসানুজ্জামান।

এর আগ পর্যন্ত টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল তামিমের। ২০১৯ সালে বিপিএল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে তামিম ৬১ বলে খেলেছিলেন ১৪১ রানের ইনিংস। সেখানে ৫০ বলে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন তিনি।

এবার দ্রুততম সেঞ্চুরিতে তামিমকে তিনে নামিয়ে আনলেন ৩০ বছর বয়সি হাসানুজ্জামান। যদিও শতক হাঁকিয়েও দলের পরাজয় রুখতে পারলেন না অধিনায়ক হাসানুজ্জামান।

পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে সর্বোচ্চ রানের স্কোর গড়ে ২৩ রানের জয় তুলে নিয়ে মাঠ ছেড়েছে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব।