সিলেটে বাতিনিকেতনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সম্পন্ন
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেট উত্তর সদর (হাটখোলা-জালালাবাদ) এলাকার স্থানীয় সামাজিক সংগঠন বাতিনিকেতনের উদ্যোগে ও বিশিষ্ট সমাজ সেবক উবায়দুল্লাহ মোঃ ইসহাকের আর্থিক সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী সম্পন্ন হয়েছে।
১৯ জুন শনিবার স্থানীয় ইসলামগঞ্জ বাজার ও রায়েরগাঁও মাদরাসা পয়েন্টে পৃথক ২টি বুথে দিনব্যাপী অনুষ্টিত কর্মসূচীতে পাঁচশতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ক্যাম্পেইন চলাকালে অতিথি হিসেবে পরিদর্শন করেন জালালাবাদ ইউপি সদস্য ইসলাম উদ্দিন, আলহাজ্ব আতিকুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান উবায়দুল্লাহ মোঃ ইসহাক, ইচ্ছাপূরণ সামাজিক সংগঠণের সভানেত্রী রেশমা জান্নাতুল রুমা, সেইফটির সভাপতি মুহিবুর রহমান প্রমূখ।
উপস্থিত ছিলেন সংগঠণের সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক সুলাইমান আহমদ, স্থায়ী পরিষদ সদস্য মুহাম্মদ কুতুব আল ফরহাদ ও জুনাইদুল ইসলাম, হাফিজুর রহমান, ইসলাম উদ্দিন, কামরান আহমদ, ছাদিক আহমদ, ফাহাদ আহমদ, জাবের আহমদ, শাহেদ আহমদ, স্থানিয় সেচ্ছাসেবক আলী আহমদ শাওয়াল, হাঃ কবির উদ্দিন প্রমূখ।