জেলা ঐক্য ন্যাপ সভাপতি মুক্তিযোদ্ধা সুবল পালের মায়ের মৃত্যু : শোক প্রকাশ
সংবাদদাতা :
ঐক্য ন্যাপ সিলেট জেলা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পালের মাতা শ্রীমতি হেমাঙ্গীনি পাল মৃত্যুবরণ করেছেন। আজ শুক্রবার (২৫ জুন) সকাল ৮ টায় তিনি নিজ বাড়ি দক্ষিণ সুরমার সেনেরগ্রামে পরলোকগমন করেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ১০৯ বৎসর।
এদিকে, হেমাঙ্গীনি পালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঐক্য ন্যাপ কেন্দ্রীয় কমিটির সভাপতি পংকজ ভট্টাচার্য,সাধারণ সম্পাদক এডভোকেট আসাদ উল্লাহ তারেক, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, সাংগঠনিক সম্পাদক দেবব্রত রায় দিপন, সিলেট মহানগর শাখার সভাপতি জামিল আহমদ, সহসভাপতি উদয়ন দাশ পুরকায়স্থ ।
গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ জেলা সভাপতি সুবল চন্দ্র পালের মা শ্রীমতি হেমাঙ্গিনি পালের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।