বড়লেখায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ২১ হাজার টাকা জরিমানা

Published: 28 June 2021

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে পৌরশহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী। অভিযানকালে থানার উপ-পরিদর্শক সুব্রত কুমার দাস উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, দেশে আবারও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। কিন্তু মানুষজন স্বাস্থ্যবিধি মানছেন না। তারা অবাধে ঘোরাফেরা করছেন। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সোমবার বিকেলে বড়লেখা পৌরশেহরে অভিযানে নামেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী। এসময় স্বাস্থ্যবিধি না মানায় ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা করা হয়।

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের কঠোর নির্দশনা রয়েছে। কিন্তু অনেকেই তা মানছেন না। যারা স্বাস্থ্যবিধি অমান্য করবেন, তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।