পা পিছলে পড়ে গেলেন সেরেনা

Published: 30 June 2021

পোস্ট ডেস্ক :


রেকর্ড ২৪ বারের গ্র্যান্ডস্লাম বিজয়ী হতে পারলেন না মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। বেলারুশের আলিয়াকসান্দ্রা সাসনোভিচের বিপক্ষে খেলা চলাকালীন কোর্টেই পা পিছলে পড়ে উইম্বলডন থেকে ছিটকে গেছেন তিনি। কোর্ট ছেড়েছেন কাঁদতে কাঁদতে।

 

প্রথম সেটে ৩-১ গেমে জয় পেয়েছিলেন সেরেনা। এরপর পা পিছলে পড়ে প্রথম রাউন্ডেই যাত্রা শেষ হয় সেরেনার।ডান পায়ে ব্যথা পেয়েছেন তিনি। ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে সংক্ষিপ্ত বিবৃতিতে সেরেনা জানান, ‘আমার ডান পায়ে ইনজুরির কারণে এখান (উইম্বলডন) থেকে সরে যাওয়াটা হৃদয়বিদারক ঘটনা ছিল।’

 

পা পিছলে ছিটকে গেছেন ফরাসি টেনিস তারকা আদ্রিয়ান মানারিনোও। রজার ফেদেরারের বিপক্ষে লড়ার সময় মানারিনো ইনজুরিতে পড়েন। প্রথম সেট হারলেও পরের দুই সেট জিতে এগিয়ে গিয়েছিলেন মানারিনো। চতুর্থ সেটে অবশ্য ঘুরে দাঁড়ান ফেদেরার। ৬-২ গেমে সেটটা জিতে সমতা ফেরান তিনি। এই চতুর্থ সেটেই পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পান মানারিনো। শেষ পর্যন্ত ছিটকে যান মানারিনো, ফলে দ্বিতীয় রাউন্ডে উতরে যান ফেদেরার।