বড়লেখায় লকডাউন কার্যকরে ম্যাজিস্ট্রেট পুলিশ বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযান

Published: 1 July 2021

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় সরকার ঘোষিত ৭ দিনের সর্বাত্মক লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের নেতৃত্বে বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়েছে।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুদাচ্ছির বিন আলীর নেতৃত্বে দিনব্যাপি যৌথ অভিযানে অংশ নেন বড়লেখা সহকারী কমিশনার (ভুমি) নূসরাত লায়লা নীরা, জুড়ী সহকারী কমিশনার (ভুমি) মোস্তাফিজুর রহমান, বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, সেনাবাহিনীর ক্যাপ্টেন মাহাদি, বিজিবি কর্মকর্তা প্রমূখ।

ইউএনও মো. মুদাচ্ছির বিন আলী জানান, সর্বাত্মক লকডাউন কার্যকরে যৌথ বাহিনী উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের ১৩টি বাজারে অভিযান চালিয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারী নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে প্রশাসনের টহল অব্যাহত থাকবে।