ইতিহাসের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার দাবাড়ু ১২ বছরের অভিমন্যু মিশরা

Published: 2 July 2021

পোস্ট ডেস্ক :


দাবা খেলার ইতিহাসের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার এখন ১২ বছরের অভিমন্যু মিশরা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে থাকা মিশরা ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। মাত্র ১২ বছর ৪ মাস ২৫ দিনে সবথেকে কম বয়সে দাবার গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেছে সে। এ জন্য তাকে ভাঙতে হয়েছে রুশ দাবাড়ু সার্গ্যে আলেক্সান্দ্রোভিচের অনন্য রেকর্ডও। ২০০২ সালের ১২ই আগস্ট আলেক্সান্দ্রোভিচ ১২ বছর ৭ মাস বয়সে গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন। এতোদিন পর এসে সেই রেকর্ড ভেঙ্গে দিয়েছে মিশরা।

সিএনএনের খবরে জানানো হয়েছে, একজন গ্র্যান্ডমাস্টার দাবাড়ু হতে হলে নূন্যতম ২৫০০ ইলো রেটিং অর্জন করার পাশাপাশি তিনটি গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন করতে হয়। শুধু মাত্র সে সমস্ত টুর্নামেন্টেই গ্র্যান্ডমাস্টার নর্ম দেয়া হয়, যেখানে ৫০ শতাংশের অধিক অংশগ্রহণকারী দাবাড়ু টাইটেলধারী এবং মোট প্রতিযোগীদের এক তৃতীয়াংশ স্বয়ং গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেছেন।

 

অভিমন্যু মিশরা তার বাবা-মা এবং বোনের সাথে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে বসবাস করেন। মহাভারতের গুরুতপূর্ণ একজন চরিত্রের নামে নাম রাখা অভিমন্যুকে পরিচিতরা ‘অভি’ নামে ডাকেন। দাবার জটিল দুনিয়ার বাইরে অন্য পাঁচজন শিশুর মতোই ভিডিও গেমস খেলতে ভালোবাসে অভি। আর নিঁখুত সাদা কালো ৬৪ খোপের সাথে অভির পরিচয় ঘটে বাবা হেমন্ত মিশরার আগ্রহে। আড়াই বছর বয়সে ছোট্ট অভিকে দাবা খেলতে শেখানো হলে খুব দ্রুতই খেলাটিকে নিজের বশীভূত করে ফেলেছিল সে।