সিলেটে গোপণে বিয়ে বর-কনের গাড়ি আটকে জরিমানা

Published: 2 July 2021

সিলেট অফিস :


গোপনে বিয়ে সেরে কনেকে নিয়ে ফিরছিলেন বর। তবে সিলেট নগরীর হুমায়ুন রশীদ চত্বরে পৌঁছামাত্র পুলিশ আটকে দেয় বর-কনেবাহী গাড়ি। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে গিয়ে লকডাউনের নির্দেশনা ভেঙ্গে বিয়ের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন।

শুক্রবার বিকেলে হুমায়ুন রশীদ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম।

বরপক্ষের লোকজনের দাবি, লকডাউন ঘোষণার আগেই বিয়ের তারিখ ধার্য্য করা হয়েছিলো। তারিখ পেছাতে না পারায় তারা সীমিত পরিসরে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে বর-কনেবাহী একটি মাইক্রোবাস হুমায়ূন রশিদ চত্বর এলাকায় আসলে পুলিশ গাড়িটি আটকায়। গাড়িতে বসা ছিলেন বর-কনেসহ গাড়িতে ছিলেন ৯ যাত্রী। লকডাউন ভাঙার কারণ জিজ্ঞেস করলেও সদুত্তর দিতে পারেননি তারা।

গাড়ির ভেতরে বর ও কনে দেখে খবর দেয়া হয় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।