সিলেটে মুখে ওড়না পেঁচিয়ে গৃহবধূকে ধর্ষণ

Published: 2 July 2021

সিলেট অফিস :

সিলেট শহরতলীর এয়ারপোর্ট এলাকায় এক গৃহবধূ (২১) ধর্ষণের শিকার হয়েছেন। মুখে ওড়না দিয়ে বেঁধে ওই গৃহবধূকে ধর্ষণ করে আমিনুর রহমান আমির নামের এক যুবক। বৃহস্পতিবার রাতে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় গৃহবধূ এয়ারপোর্ট থানায় আমিরকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের।

 

পুলিশ জানায়, প্রায় ১৫ দিন পূর্বে গোয়াইনঘাট এলাকা থেকে এয়াপোর্ট এলাকাস্থ পিত্রালয়ে এক সন্তানকে নিয়ে বেড়াতে আসেন গৃহবধূ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে গৃহবধূর পিতা-মাতা তাকে বাসায় একা রেখে তার তিন বছরের সন্তানকে সাথে নিয়া ধোপাগুলস্থ তাদের রেষ্টুরেন্টে চলে যান। রাত অনুমানিক ৮টা ১৫ মিনিটে গৃহবধূ প্রকৃতির ডাকে ঘর হতে বের হয়ে পূনরায় ঘরের ভেতরে এসে ঘরের দরজা বন্ধ করেন এবং বিছানায় যান।

 

এ সময় আমিনুর রহমান আমির গৃহবধূকে বিছানার উপর ঝাপটে ধরে। তখন গৃহবধূ চিৎকার করতে চাইলে আমির তার ওড়না দিয়ে মুখে বেঁধে ধর্ষণ করে। রাত ৯টার দিকে গৃহবধূর পিতা-মাতা বাড়ীতে এসে ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি করলে তখন আমির গৃহবধূকে ছেড়ে দিয়ে পিছনের দরজা খুলে পালিয়ে যায়। ভিকটিমের দরজা খুলতে দেরি হওয়ায় এবং পিছনের দরজা খোলার শব্দ পেয়ে তার পিতা-মাতা বিবাদী আমিরকে দৌড়ে পালিয়ে যেতে দেখতে পান।