বিয়ানীবাজারে ১ কেজি গাঁজাসহ আটক ১
সিলেট অফিস :
বিয়ানীবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছে। বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় এর নেতৃত্বে সাব ইন্সপেক্টর নিয়াজ মোর্শেদ আবির এই অভিযান চালান।
পুলিশ জানায়, বিয়ানীবাজার থানার পশ্চিম নিদনপুর গ্রামের মৃত তছির আলীর পুত্র মাদক ব্যবসায়ী কবির উদ্দিনের (৪৫) বসত ঘরের শয়ন কক্ষ হতে সোমবার রাত সাড়ে ১০ টায় উক্ত গাঁজা উদ্ধার করা হয় এবং কবির উদ্দিনকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ।
পুলিশী জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে মামলা নিয়মিত মামলা রুজু হয়েছে।