এসসিসিআই কোভিড সহায়তা ফান্ড গঠন

Published: 6 July 2021

সিলেট অফিস :


চলমান করোনা দূযোর্গকালীন সময়ে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র করণীয় প্রসঙ্গে অদ্য ০৬ জুলাই ২০২১ইং, মঙ্গলবার সকাল ১১:৩০ ঘটিকায় জুম প্লাটফর্মে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি জনাব আবু তাহের মোঃ শোয়েব।

তিনি বলেন, বর্তমানে করোনা ভাইরাস সংক্রমনের ২য় ধাপে মারাত্মক আকার ধারণ করায় সরকারের নির্দেশে দেশব্যাপী কঠোর লকডাউন চলছে। এদিকে সিলেট বিভাগে করোনা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। বিশেষ করে সীমান্তবর্তী বিভাগ হওয়ায় ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে সংক্রমণের হার ও মৃত্যুর ঘটনা দিন দিন বাড়ছে। এমতাবস্থায় সিলেটের একমাত্র ডেডিকেটেট হাসপাতাল সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসা সরঞ্জামের সংকট দেখা দিয়েছে। জটিল করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত অন্যতম প্রয়োজনীয় যন্ত্রাংশ হাই ফ্লো ন্যাজাল ক্যানুলাসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জামাধীর অপ্রতুলতা দেখা দিয়েছে। সরকারের পাশাপাশি সকল বিত্তবানদের এই মুহুর্তে এগিয়ে আসা খুবই প্রয়োজন। দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ সাধ্যমত সহযোগিতার হাত প্রসারিত করার আশ্বস্ত করেছেন। আশাকরি সমাজের দেশি-বিদেশি বিত্তবান, ব্যবসায়ী এবং সাধারণ জনগণও দেশের এই দুর্যোগময় মুহুর্তে এগিয়ে আসবেন। সকলের উদারতা ও অনুদানের মাধ্যমেই আমরা এই মানবিক কর্মসুচি এগিয়ে নিতে পারব।

সভায় মানবিক সহায়তার লক্ষে এসসিসিআই কোভিড সহায়তা ফান্ড নামে একটি ফান্ড গঠন করা হয়। এই সহায়তা ফান্ডে জন্য ব্যাংক একাউন্ট হচ্ছে: ঞযব ঝুষযবঃ ঈযধসনবৎ ড়ভ ঈড়সসবৎপব ্ ওহফঁৎংঃৎু, অ/ঈ ঘড়. ০১১১২১০০০১৪৬৭, টহরড়হ ইধহশ খঃফ. তরহফধনধুধৎ, ঝুষযবঃ.

এসময় ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি জনাব চন্দন সাহা, সহ সভাপতি জনাব তাহমিন আহমদ, পরিচালক জনাব মো: এমদাদ হোসেন, জনাব এহতেশামুল হক চৌধুরী, জনাব ফালাহ উদ্দিন আলী আহমদ, জনাব আলীমুল এহসান চৌধুরী, জনাব খন্দকার ইসরার আহমদ রকী ও সচিব জনাব মোঃ গোলাম আক্তার ফারুক প্রমুখ।