সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালে সিলেট চেম্বারের চিকিৎসা সামগ্রী প্রদান

Published: 6 July 2021

সিলেট অফিস :


দেশে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশে দাঁড়িয়েছে ব্যবসায়ী সমাজ। করোনা আক্রান্ত রোগীদের সেবাদানে নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বিধানে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে অক্সি ফ্লু মিটার, রিব্রেথার মাস্ক ও সার্জিক্যাল মাস্ক ইত্যাদি সিলেট শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে প্রদান করা হয়েছে।

 

এসসিসিআই কোভিড সহায়তা ফান্ড থেকে সহায়তা প্রদান কর্মসূচীর অংশ হিসেবে অদ্য ০৬ জুলাই ২০২১ইং, মঙ্গলবার বিকাল ০৫:০০ ঘটিকায় দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে সিলেট শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালের সুপারিনটেনডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার এর নিকট অক্সি ফ্লু মিটার, রিব্রেথার মাস্ক ও সার্জিক্যাল মাস্ক ইত্যাদি প্রদান করেন সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব, সহ সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক জনাব তাহমিন আহমদ। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ শফিউল আলম চৌধুরী নাদেল। এসময় হাসপাতালের অধীক্ষক করোনা রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বিধানের লক্ষ্যে এসব উপকরণ সরবরাহের জন্য সিলেট চেম্বারকে ধন্যবাদ জানান।