মানবিক সাহায্যের নামে দুই বন্ধু’র প্রতারণার ফাঁদ

Published: 10 July 2021

সিলেট অফিস :

জাফরান খান (১৯) ও তারেক হোসেন (২১)। দু’জন একে অন্যের বন্ধু। বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলায়। তারা স্কুলের গন্ডি পার না হলেও সাইবার অপরাধে বেশ পাকা পোক্ত। মানবিক সাহায্যের নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে তারা। দীর্ঘদিন থেকে এমন অপতৎপরতা চালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। বিষয়টি নজরে আসে পুলিশের বিশেষায়িত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের।

এদিকে প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়ার পর শুক্রবার ওসমানীনগরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পিবিআই।

গ্রেফতারকৃতরা হলো, ওসমানীনগর উপজেলার ইলাশপুর দক্ষিণ গ্রমের মৃত আব্দুল গিয়াস খানের ছেলে জাফরান খান (১৯) ও একই উপজেলা নিজ করনসী (উত্তরপাড়া) গ্রামের সুফি মিয়ার ছেলে তারেক হোসেন (২১)। এ ঘটনায় পিবিআই’র এসআই লিটন চন্দ্র বাদী হয়ে সাইবার আইনে মামলা দায়ের করেন।

শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্যটি নিশ্চিত করেন পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান। তিনি জানান, শিক্ষাগত যোগ্যতা তেমন না থাকলেও জাফরান ও তারেক দু’জনেরই সাইবার প্রতারণা সম্পর্কে ধারণা ছিলো খুবই বেশী। সেই সাথে তারা খুব কৌশলে কাজ করতো। অসুস্থ শিশুসহ বিভিন্ন মানুষের ছবি ব্যবহার করে তারা সাহায্য চেয়ে ফেসবুকে প্রচার করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তারা টাকা হাতিয়ে নিতো। সেই প্রমাণ পিবিআই পেয়েছে। কতো টাকা হাতিয়ে নিয়েছে সে হিসেব জানতে চেয়ে আদালতের মাধ্যমে বিকাশ ও নগদ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।

পিবিআই জানায়, গত বছরের ৭ ডিসেম্বর গঁযরসধ ইবমঁস নামের একটি ফেসবুক আইডিতে একটি শিশুর জীবন বাঁচাতে চিকিৎসার জন্য সাহায্য চেয়ে প্রচার করা হয়। ওই আইডিতে সাহায্য পাঠানোর জন্য একটি বিকাশ নাম্বারের মাধ্যমে মানুষের সরলতার সুযোগে প্রতারক চক্রটি হাতিয়ে নেয় টাকা। এছাড়া বিভিন্ন সময়ে একই কৌশলে চক্রটি একাধিক ফেসবুক আইডির মাধ্যমে রোগাক্রান্ত ব্যক্তির ছবি ব্যবহার করে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। তাদের প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়ার পর পিবিআই’র একটি দল তাদেরকে গ্রেফতার করার পর তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করে। এরপর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।