গোলাপগঞ্জ কাপ ফুটবল চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত

Published: 22 September 2021

সংবাদদাতা :


ব্রিটেনে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হল গোলাপগঞ্জ কাপ ফুটবল চ্যাম্পিয়নশীপ। গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে প্রবাসী গোলাপগঞ্জবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

গত ৫ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হয় গোলাপগঞ্জ কাপ ফুটবল চ্যাম্পিয়নশীপ। ঐদিন গ্রুপের প্রথম ১৭টি খেলা সম্পন্ন। গত ১৮ সেপ্টেম্বর সেমিফাইনাল, তৃতীয় স্থান এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

দুপুর সাড়ে ১২ টায় খেলার শুভ উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র কাউন্সিলার জন বিগস। পরে দ্বিতীয় সেমিফাইনাল, ৩য় স্থান এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন, পশ্চিম আমুড়া ইউনিয়ন রানার্সআপ এবং গোলাপগঞ্জ পৌরসভা ৩য় স্থান অধিকার করে।

বিকাল ৪ ঘটিকার সময় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিড মেম্বার ফর কালচারাল এন্ড স্পোর্টস কাউন্সিলর সাবিনা আক্তার এবং লিড মেম্বার ফর এনভায়রনমেন্ট এন্ড প্লানিং কাউন্সিলার আসমা ইসলাম।

গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিতের সভাপতিত্বে এবং আনোয়ার শাহজাহান ও সাইফুল ইসলামের উপস্থাপনায় পুরস্কার বিতরণীতে রাখেন ট্রাস্টের উপদেষ্টা ডক্টর আব্দুল আজিজ তকি ও আবজল হোসেন, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি আলতাফ হোসেন বাইছ, গোলাপগঞ্জ হেলপিং হান্ডস ইউকের সভাপতি আবুল কালাম, ফুটবল পরিচালনা কমিটির সদস্য আব্দুল বাছির, মোহাম্মদ জাকারিয়া এবং রায়হান উদ্দিন। এছাড়াও বিভিন্ন সময়ে আরো উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের সভাপতি আলতাফ হোসেন বাইছ, সাবেক সভাপতি মকলু মিয়া, আফছর হোসেন এনাম, আব্দুল হালিম চৌধুরী, আব্দুল মিজান চৌধুরী (এলু), মোহাম্মদ আলী রিংকু, হাবিবুর রহমান, সালেহ আহমদ, একলিল চৌধুরী, জেনিফার সারোয়ার লাক্সমী প্রমুখ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি স্পিকার আহবাব হোসেন বলেন, শারীরিক চর্চাই মানসিক বিকাশের প্রথম পাঠ। আলোকিত দেশ ও জাতি গঠনের জন্য সবল দেহ ও সুস্থ মন প্রয়োজন। এর মাধ্যমে প্রবাসেও দেশের ভাবমূর্তি বজায় রাখা সম্ভব।

টুর্নামেন্টে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে পুরুষদের পাশাপাশি মহিলা ও শিশুদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

এদিকে ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত সুষ্ঠু ও সুন্দর ভাবে টুর্নামেন্টের সম্পন্ন করার জন্য উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।