বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবের কমিটি গঠন

Published: 3 October 2021

সংবাদ বিজ্ঞপ্তি :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিজ্ঞানভিত্তিক অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাব এর নতুন শেষনের কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে।

গত শনিবার, গুগল মিট প্লাটফর্মে আয়োজিত ক্লাবের এক বিশেষ সভায় প্রধান নির্বাচন কমিশনার রথীন্দ্রনাথ বাপ্পি ৩৪ সদস্যবিশিষ্ট কমিটির নতুন এ পরিষদ ঘোষণা করেন।কমিটিতে নির্বাচিত সদস্যরা হলো :- পরিচালক (সাধারণ) : মোঃ সাদ্দাম, পরিচালক (একাডেমিক): ফরিদুল ইসলাম, সভাপতি: আশিকুর রহমান, সহ-সভাপতি ( প্রশাসন) : মাহমুদা খাতুন জান্নাত, সহ-সভাপতি (গবেষণা ও উন্নয়ন) : রাকিব চৌধুরী, সহ-সভাপতি ( প্রমোশন) : দ্বীনবন্ধু বিশ্বাস, সহ-সভাপতি (প্রকাশনা) : মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক : মোহাম্মদ আবির, যুগ্ম সম্পাদক : সৌরভ পাল, আন-নাফি ইসফাক, মোহাম্মদ আলী আহসান এমরোজ, হামীম, সাংগঠনিক সম্পাদক : মোঃ রেজওয়ান কিবরিয়া, উপ-সাংগঠনিক সম্পাদক : আশিকুর রহমান আসিফ,লিমা খানম,মোঃ নাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ : তানিম কাজী শুভ, উপ-কোষাধ্যক্ষ : আরিফুল ইসলাম, জেরিন জাহান সাজি, মোঃ মেরাজ হোসাইন মুন্না, দপ্তর সম্পাদক : মোছাঃ সুমাইয়া খাতুন,উপ-দপ্তর সম্পাদক : ইসরাক হাসান তানভির, মোঃ রাসেল, আবিরা সুলতানা ঊর্মি, নির্বাহী সদস্য : ইমতিয়াজ মোঃ জুলকারনাইন, আকিল খান ইমন, মোছাঃ ইছমাত জেরিন, সাদিয়া ইসলাম বাবলি, মোঃ মুজাম্মেল, দেলোয়ার হোসাইন, আবু বকর সিদ্দিক, শরীফুল শুভ, সৌরভ সরকার এবং ফারজানা প্রিমু।উক্ত কাউন্সিল ঘোষণা সভায় ক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বশেমুরবিপ্রবি ক্যাম্পাসের ক্যারিয়ার ভিত্তিক অন্যতম সংগঠন বশেমুরবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি, সেক্রেটারিসহ উক্ত ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ, বশেমুরবিপ্রবি গ্লোবাল এফেয়ার কাউন্সিলের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাবের সাবেক সভাপতি তারেক আজিজসহ প্রমুখ।

মাহমুদা খাতুন জান্নাতের সঞ্চালনায় সভার শেষ দিকে ক্লাবের নবনির্বাচিত সভাপতি আশিকুর রহমান সমাপনী বক্তব্য প্রদান করেন।তিনি বলেন,নির্বাচন কমিশনের গঠন করা এ নব কার্যকরী পরিষদ বিজ্ঞান ক্লাবের কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং মানুষের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও বিজ্ঞানচর্চা সৃষ্টিতে সর্বোচ্চভাবে কাজ করে যাবে।এজন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিতির জন্য অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দসহ উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।