বড়লেখায় গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে শ্রমিকের মৃত্যু
বড়লেখা প্রতিনিধি :
বড়লেখায় ব্যবসায়ীদের ক্রয়কৃত গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে গাছকাটা শ্রমিক হাবিবুর রহমান হাবিব (৫০) মারা গেছেন। শনিবার সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। নিহত হাবিবুর রহমান উপজেলার ডিমাই (বতাউড়া) গ্রামের মৃত রজব আলীর ছেলে ও ৫ সন্তানের জনক।
স্বজনরা জানান, হাটবন্দের কাঠ ব্যবসায়ী সিরাজ মিয়া ও গল্লাসাঙ্গনের নজরুল ইসলাম শনিবার দুপুরে গাছকাটা শ্রমিক হাবিবুর রহমান হাবিবকে উপজেলার আদমপুর মাইজগ্রামের সিরাজ উদ্দিনের বাড়িতে গাছ কাটতে নিয়ে যান। গাছ কাটার সময় হঠাৎ গাছের একটি ডাল হাবিবুর রহমানের মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় ইউপি মেম্বার সৈয়দ লুৎফুর রহমান তার এলাকার গাছকাটা শ্রমিক হাবিবুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মানুষের বাড়িতে গাছ কেটে তিনি সংসার চালাতেন। তার মৃত্যুতে স্ত্রী ও ৫ সন্তান অসহায় হয়ে পড়লো। রোববার দুপুরে ময়না তদন্ত শেষে স্বজনরা হাসপাতাল থেকে লাশ গ্রহণ করেছে।