আর্জেন্টাইন সুপারক্লাসিকো নিয়ম ভেঙ্গে স্টেডিয়ামে অতিরিক্ত ২০ হাজার দর্শক

Published: 6 October 2021

পোস্ট ডেস্ক :


বোকা জুনিয়র ও রিভার প্লেটের মধ্যেকার আর্জেন্টাইন সুপারক্লাসিকো ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গত রোববার অন্তত ২০ হাজার ভক্ত অনুমতি ছাড়াই স্টেডিয়ামে বসে ম্যাচটি দেখেছেন। তারা না কেটেছেন টিকিট, না ছিল মাস্ক। করোনাভাইরাস মহামারির কারণে স্টেডিয়ামের অর্ধেক আসন ফাঁকা রাখার কথা ছিল। অর্থাৎ, নিয়ম অনুযায়ী ম্যাচটি স্টেডিয়ামে বসে দেখতে পারতেন ৩৬ হাজার দর্শক। টিকিট বিক্রিও হয়েছিল ৩৬ হাজারই। কিন্তু ওইদিন স্টেডিয়ামে খেলা দেখেছেন ৫৬ হাজারেরও বেশি দর্শক। নিয়ম ছিল প্রবেশের পূর্বে দর্শকদের তাদের আইডি কার্ড, ভ্যাকসিন সার্টিফিকেট দেখাতে হবে।
কিন্তু এদিন প্রবেশের সময় কার্যত কোনো প্রমাণই দেখাতে হয়নি দর্শকদের। এ ঘটনা নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে বুয়েন্স এয়ার্সের পাবলিক প্রসিকিউটরস অফিস। এর পেছনে ক্লাবের কোনো গাফলতি ছিল কিনা তার অনুসন্ধান করবে তারা। এর ফলে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে রিভার প্লেট। ক্লাবটি যদিও পরে জানিয়েছে, প্রবেশদ্বারগুলো থেকে পাওয়া তথ্য থেকে অতিরিক্ত দর্শক প্রবেশের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া সেখানে জাল টিকিট বিক্রি ও কোকেইন বহনের অভিযোগে কয়েক জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।