ভুল করেননি মেসি!

Published: 7 October 2021

পোস্ট ডেস্ক :


‘গোধূলির ভিড়ে আঁধারে হারিয়ে আশার আলো অপেক্ষায় রয়, বিচ্ছেদেরও এমন অসম, অসুন্দর বর্ণনা হয়?’- পঙক্তির বাস্তব উদাহরণ বার্সেলোনা থেকে লিওনেল মেসির প্রস্থান। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গুঞ্জন ওঠে নতুন ঠিকানায় দেখা যাবে আর্জেন্টাইন মহাতারকাকে। আর বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা বারবার আশা দেখিয়েছেন ভক্তদের, প্রতিশ্রুতি দিয়েছেন মেসি যাচ্ছেন না কোথাও, থাকছেন ন্যু-ক্যাম্পেই। আর্জেন্টিনার কিংবদন্তি খেলোয়াড়তো অর্ধেক বেতনেও প্রিয় ক্লাবে থাকতে চেয়েছিলেন। কিন্তু শেষে লা লিগার বেতন কাঠামোর অজুহাতে মেসিকে রাখার অক্ষমতা দেখিয়েছে কাতালান ক্লাবটি। যদিও লিওকে রাখার অনেক উপায় ছিল বার্সেলোনার সামনে। এমনটিই দাবি লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস এবং বার্সা ইস্পাই কমিটির সাবেক সদস্য ইয়োপিসের।

ফ্রি এজেন্ট মেসিকে লুফে নিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে পিএসজির হয়ে মেসির পারফরম্যান্সে নেই বার্সেলোনার এলএমটেনসুলভ ছোঁয়া।

যে মেসি বার্সেলোনার জার্সিতে প্রতি ম্যাচেই আলো ছড়াতেন, পার্কে দেস প্রিন্সেসে এসে তিনিই কি না নিষ্প্রভ! পাঁচ ম্যাচে পেয়েছেন মাত্র একটি গোলের দেখা। সার্বিকদিক বিবেচনায় প্রশ্ন থেকেই যায়, অনিচ্ছায় বার্সা ছেড়ে সুখে আছেন তো মেসি, নতুন ঠিকানা খুঁজতে ভুল করেননি তো? উত্তরটা দিয়েছেন মেসি নিজেই, ‘আমি কোনো ভুল করিনি’।
পিএসজিতে যোগ দেয়ার পর প্রথমবারের মতো মেসি বিস্তারিত কথা বলেছেন ফ্রান্স ফুটবল ম্যাগাজিনে। সে সাক্ষাৎকারে আর্জেন্টাইন মহাতারকা জানিয়েছেন, পিএসজিতে যোগ দেয়ার সিদ্ধান্তে কোনো ভুল করেননি তিনি। কোনো আফসোসও নেই। মেসির বিস্তারিত সাক্ষাৎকারটি প্রকাশিত হবে আগামী ৯ই অক্টোবর। তার আগে এই সাক্ষাৎকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্যটি নিয়ে প্রচ্ছদ করেছে ফরাসি ম্যাগাজিনটি। সেখানে মেসির বক্তব্য লেখা হয়েছে, ‘আমি পিএসজিতে এসে কোনো ভুল করিনি।’

মেসি ভুল না করলেও, বার্সেলোনা যে তাকে ছেড়ে বড় ভুলটাই করেছে সেটি দৃশ্যমানই। লিওনেল মেসির বিদায়ের পর প্রতি ম্যাচে ধুঁকছে কাতালান ক্লাবটি।
গত ৫ই আগস্ট আনুষ্ঠানিকভাবে বার্সেলোনা থেকে বিদায় নেন মেসি। এরপর স্প্যানিশ লা লিগায় ৭ ম্যাচের মাত্র ৩টিতে জয়ের সৌভাগ্য হয়েছে রোনাল্ড কোম্যানের শিষ্যদের। তাছাড়া চ্যাম্পিয়নস লীগের ম্যাচে বায়ার্ন মিউনিখ এবং বেনফিকার সঙ্গে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে বার্সা।

বার্সার কোচ কোম্যানের গলায়ও স্পষ্ট মেসির অভাব। ভক্ত-সমর্থকদের বরাবরই বাস্তবতা মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন ডাচম্যান। বলেছেন মেসিকে ছাড়া স্প্যানিশ লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লীগ- কোনো শিরোপা জেতাই কার্যত সম্ভব নয়।
গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে কোম্যান বলেন, ‘লিওনেল মেসির চলে যাওয়া সবচেয়ে বাজে মুহূর্ত। আমার কাছে টাকার বস্তা থাকলে মেসি এখানেই থাকতো এবং আরও কিছু ফুটবলারকে নিয়ে আসতাম আমি।’