ম্যানইউ তারকাকে চায় নিউক্যাসল

Published: 10 October 2021

পোস্ট ডেস্ক :


মধ্যপ্রাচ্যের ধনকুবেরদের টাকায় বদলে যাচ্ছে ইংল্যান্ড, ইতালি বা ফ্রান্সের ফুটবলের পুরো ছবি। পিএসজি একটা সময় ধুঁকত ফরাসি লিগে। কাতার ইনভেস্টমেন্ট অথরিটি ক্লাব কেনার পর সেই পিএসজিতে এখন চাঁদের হাট। একই স্বপ্নে এবার ইংল্যান্ডের নিউক্যাসল কিনে নিল সৌদি আরবের সৌদি আরবিয়া পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। এই কম্পানির মালিকানা সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের।

সালমান মালিকানা পাওয়ার পরই স্বপ্ন দেখা শুরু করেছে নিউক্যাসল সমর্থকরা। তাদের বিশ্বাস বড় বড় তারকাদের দলে ভিড়িয়ে বিশ্বের অন্যতম সেরা ক্লাবে পরিণত হবে নিউক্যাসল। নতুন মালিকের অধীনে নিউক্যাসলে ছাঁদের হাট বসে কিনা সেটা সময়ই বলে দেবে। তবে নতুন খেলোয়াড় দলে ভিড়িয়ে দলটিকে যে নতুন আঙ্গিকে সাজানো হবে সেই ইঙ্গিত এরই মধ্যে পাওয়া গেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা জেসি লিংগার্ডকে দলে ভেড়াতে চাচ্ছে তারা।

আগামী বছর জানুয়ারির দলবদলেই লিংগার্ড হয়ে যেতে পারেন নিউক্যাসলের। লিংগার্ড নিজেও দলবদল করতে চান। কারণ ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যানইউয়ে আসার পর নিয়মিত সুযোগ পাচ্ছেন না তিনি। ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নামতে হচ্ছে তাকে। প্রিমিয়ার লিগে সাত ম্যাচে মাত্র ৪৫ মিনিট খেলেছেন তিনি। একটি ম্যাচে তো একেবারে শেষ দিকে গোল করে ম্যানইউকে জয়ও এনে দিয়েছেন তিনি।

নিয়মিত মাঠে নামাটা লিংগার্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাতার বিশ্ব্কাপে ইংল্যান্ড দলে খেলতে হলে অবশ্যই ভালো পারফর্ম করে ইংল্যান্ড দলের কোচের মন জয় করতে হবে। ম্যানইউকে খেলার সুযোগ কমে যাওয়ায় জানুয়ারিতেই নিউক্যাসেলে যোগ দেওয়ার কথা ভাবছেন লিংগাড।