অ্যামব্রোসকে আমি শ্রদ্ধা করি না: গেইল

Published: 13 October 2021

পোস্ট ডেস্ক :


কিছুদিন পরই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই আসরের জন্য ঘোষিত ওয়েস্ট ইন্ডিজ দলে আছেন ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইল। এই বিষয়টি পছন্দ হয়নি ক্যারিবীয় কিংবদন্তি কার্টলি অ্যামব্রোসের। তিনি জানিয়েছিলেন, ‘গেইলের বয়স এখন ৪২ বছর। তার ফর্ম এখন নিম্নগামী। তার হাত ও চোখ আর আগের মতো করে কাজ করে না। গেইল আর সেই আগের মতো জাদু দেখাতে পারে না।’

এই বিষয়টি খেপিয়ে তুলেছে ক্রিস গেইলকে। ইউনিভার্স এই বিষয়ে এক সাক্ষাৎকারে বলেন, ‘আপনি কার্টলি অ্যামব্রোসকে বলে দিয়েন যে, ইউনিভার্সাল বস ক্রিস গেইলের কাছে তার জন্য কোনো শ্রদ্ধাবোধ নেই। আমি যখন ওয়েস্ট ইন্ডিজ যোগ দিয়েছিলাম, তখন তাকে খুবই শ্রদ্ধা করতাম। তবে এখন আমি মন থেকেই বলছি। আমি জানি না ঘটনা কী, তবে অবসরের পর থেকেই সে আমার বিরুদ্ধে কথা বলে।’

গেইলের মতে, নজরকাড়ার জন্য অ্যামব্রোস এমন আপত্তিকর মন্তব্য করেছেন। গেইল বলেন, ‘তিনি মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছেন এবং তিনি মনোযোগ আকর্ষণ করাতে চাচ্ছিলেন, আমি তাকে তা দিলাম।’

গেইল আরো বলেন, ‘অ্যামব্রোসের সাথে আমার সব শেষ। আবার যখনই তার সাথে দেখা হবে, আমি তাকে বলবো যে, নেতিবাচক কথাবার্তা ছড়ানো বন্ধ করুন এবং বিশ্বকাপে দলকে সমর্থন করুন। এই দলটা নির্বাচন করা হয়েছে এবং সাবেক খেলোয়াড়দের সমর্থনের প্রয়োজন আমাদের আছে। আমাদের নেতিবাচক মন্তব্যের দরকার নেই। অন্য দলের সাবেক খেলোয়াড়রা তাদের দলকে সমর্থন করে, তাহলে এমন বড় একটা আসরে আমরা কেন আমাদের দলকে সমর্থন করতে পারি না?’