জুড়ীতে ইউপি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন যারা

Published: 17 October 2021

জুড়ী প্রতিনিধি :

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এতে ৫টি ইউনিয়নে মনোনয়ন জমা দিয়েছেন চেয়ারম্যান পদে ২২ জন, সদস্য পদে ২০৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫২ জন।

উপজেলার ৫টি ইউনিয়নের মনোনয়ন জমা দিয়েছেন চেয়ারম্যান পদে ২২ জন প্রার্থী। এদের মধ্যে আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী হলো ৫ জন, আওয়ামীলীগ সমর্থিত বিদ্রোহী প্রাথী ৩ জন, স্বতন্ত্র প্রার্থী ১৩জন। বাংলাদেশ ইসলামি আন্দোলন প্রার্থী ১জন।

আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী সদর জায়ফরনগ ইউপিতে মো. জায়েদ আনোয়ার চৌধুরী, পশ্চিম জুড়ী ইউপিতে শ্রীকান্ত দাস, পূর্বজুড়ী ইউপিতে আব্দুল কাদির, গোয়ালবাড়ী ইউপিতে শাহাব উদ্দিন আহমেদ ও সাগরনাল ইউপিতে মো. আব্দুর নূর।

স্বতন্ত্র প্রার্থী সদর জায়ফরনগ ইউপিতে মাসুম রেজা, হাবিবুর রহমান, পশ্চিম জুড়ী ইউপিতে মঈন উদ্দিন মইজন, মো. হেলাল উদ্দিন ও মামুনুর রশীদ, পূর্বজুড়ী ইউপিতে মো. জাবের উদ্দিন, গোয়ালবাড়ী ইউপিতে মো. মোস্তাক খাঁন, আব্দুল কাইয়ুম, মো. সবুজ মিয়া ও মো. ওয়াছির উদ্দিন আহমেদ ও সাগরনাল ইউপিতে এমদাদুল ইসলাম চৌধুরী ও শাহিন আহমদ রুলন।

আওয়ামীলীগ বিদ্রোহী প্রাথী পশ্চিম জুড়ী ইউপিতে আনফর আলী, পূর্বজুড়ী ইউপিতে সালেহ উদ্দিন আহমেদ ও রুয়েল উদ্দিন ।

জায়ফনগর ইউপিতে বাংলাদেশ ইসলামি আন্দোলনের হাত পাখা’র প্রার্থী মো. সুহেল আহমদ।

৫টি ইউনিয়নের সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন সদর জায়ফরনগর ইউপিতে ৫২জন, পশ্চিম জুড়ী ইউপিতে ৩৫ জন, পূর্বজুড়ী ইউপিতে ৩৭জন, গোয়ালবাড়ী ইউপিতে ৪৫ জন ও সাগরনাল ইউপিতে ৩৬জন।

৫টি ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন সদর জায়ফরনগর ইউপিতে ১৬জন, পশ্চিম জুড়ী ইউপিতে ১০ জন, পূর্বজুড়ী ইউপিতে ৮ জন, গোয়ালবাড়ী ইউপিতে ১০ জন ও সাগরনাল ইউপিতে ৮ জন।