আর্জেন্টিনাকে ৮ উইকেটে হারাল ব্রাজিল

Published: 21 October 2021

পোস্ট ডেস্ক :


আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবল ম্যাচ মানে টান টান উত্তেজনা। হাতের সব কাজ ফেলে সবার চোখ আটকে থাকে মেসি-নেইমাদের দ্বৈরথের দিকে।

যারা ফুটবল দেখেন না, তারাও ভিড় জমান টিভিসেটের সামনে।

ফুটবলের পরাশক্তি এই দুই দেশ যে ক্রিকেটও খেলে, এটা জানেন না অনেকেই। কেবল পুরুষরাই নন, দুই দেশের নারীরাও এখন ক্রিকেট খেলায় মজেছেন।

বুধবার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে মুখোমুখি হয়েছিলেন ব্রাজিল ও আর্জেন্টিনার নারীরা।

আর সেই ম্যাচে দুর্দান্ত খেললেন ব্রাজিলের নারীরা। মাত্র ১২ রানে আর্জেন্টিনাকে অলআউট করে দিলেন তারা। পরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে জয় পায় ব্রাজিল।

টস জিতে আগে আর্জেন্টিনাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ব্রাজিল অধিনায়ক রবার্তা এভেরি।

আর ব্যাট করতে নেমে দলটির পক্ষে ২ রানের বেশি করতে পারেননি কোনো আর্জেন্টাইন ব্যাটার।

ওপেনার ভেরোনিকা ভাস্কুয়েজ ও দুই টেলএন্ডার কেতেলুনিয়া ভেরোনি ও তামারা ভেসিলে ২ রান করে করেন। বাকিরা কেউ এক রানে, কেউবা শূন্য রানে আউট হয়েছেন।

১১.২ ওভার খেলে মাত্র ১২ রান সংগ্রহ করে গুটিয়ে যায় আর্জেন্টিনার ইনিংস।

ব্রাজিলের পক্ষে রতনা ডি সুসা ও লারা মইসিস দুটি করে উইকেট নেন।

মাত্র ১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেট হারায় ব্রাজিল। পরে আর কোনো বিপদ ঘটেনি। ওপেনার লাউরা আগাতা ৪ রান করলে ৩.৩ ওভারেরই দল পৌঁছে যায় লক্ষ্যে।