আপন ভাইয়ের পরিকল্পনায় নির্মম খুন
বড়লেখায় প্রাক্তন শিক্ষক আপ্তাব মার্ডার মামলায় ৫ আসামীর বিরুদ্ধে আদালতে পুলিশের চার্জশিট দাখিল

Published: 23 October 2021

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় বহুল আলোচিত প্রাক্তন স্কুলশিক্ষক আপ্তাব উদ্দিন মার্ডার মামলায় ৫ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। নিহতের আপন ছোটভাই মৌলভীবাজারের রাজনগর আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক শাহীদুল ইসলামের পরিকল্পনা ও নির্দেশে আপ্তাব উদ্দিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় বলে পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে। চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা থানার এসআই ইয়াকুব হোসেইন বৃহস্পতিবার বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দিয়েছেন।

আদালতে দাখিলকৃত চার্জসীট সূত্রে জানা গেছে, বড়লেখার সফরপুর গ্রামের বাসন্দিা ও দক্ষিণভাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আপ্তাব উদ্দিনের সাথে তারই ছোটভাই রাজনগর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীদুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত পূর্ব-বিরোধ চলছিল। এর জেরধরে চলিত বছরের ১৬ মে সকালে বসতঘরের সম্মুখের রাস্তায় ছোটভাই প্রধান শিক্ষক শাহীদুল ইসলামের নির্দেশে প্রাক্তন স্কুলশিক্ষক আপ্তাব উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। স্ত্রী-সন্তানরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাতেই সেখানে তিনি মারা যান। কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের ছেলে তানভীর আহমদ হামলাকারীদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা (জি.আর-৮৬/২১) দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ইয়াকুব হোসেইন দীর্ঘ তদন্ত শেষে প্রাক্তন স্কুলশিক্ষক আপ্তাব উদ্দিন হত্যায় সম্পৃক্ততার প্রমাণ পেয়ে রিপন খান, শাব্বির আহমদ, মৌলভীবাজারের রাজনগর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহতের আপন ছোটভাই শাহীদুল ইসলাম, জসিম খান ও লায়লা বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আপ্তাব উদ্দিন মার্ডার মামলার তদন্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসেইন ৫ আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের সত্যতা নিশ্চিত করেছেন।