৫৫ রানে অলআউট উইন্ডিজ

Published: 23 October 2021

পোস্ট ডেস্ক :


সর্বশেষ টি-টোয়েন্টি বিশ^কাপের শেষ ম্যাচ খেলেছিল এ দুই দল। ভারতে ২০১৬ টি-টোয়েন্টি বিশ^কাপের ফাইনালের শেষ ওভারে তিন ছক্কা হাঁকিয়ে ইংল্যান্ডের হাত থেকে শিরোপা ছিনিয়ে নিয়েছিল কার্লোস ব্রাথওয়েটের ওয়েস্ট ইন্ডিজ। এবার নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি দু’দল। আর ক্যারিবীয়দের শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। বিশ^কাপ মিশনের শুরুতে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে গেলো শিরোপাধারী ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে এক অঙ্কের রানে সাজঘরে ফেরেন উইন্ডিজের ১০ ব্যাটার। একমাত্র ক্রিস গেইলের ব্যাট থেকে আসে দুই অঙ্কের রান। তাও ১৩।

টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তৃতীয় সর্বনি¤œ দলীয় সংগ্রহ। উইন্ডিজের আগে রয়েছে কেবল নেদারল্যান্ডসের নাম। বাংলাদেশের মাটিতে ২০১৪’র টি-টোয়েন্টি বিশ^কাপে নেদাল্যান্ডসকে ৩৯ রানে গুঁড়িয়ে দিয়েছিল শ্রীলঙ্কা। আর এবারের বাছাই পর্বে ওই ডাচদেরই ৪৪ রানে অলআউট করে লঙ্কানরা।
শনিবার দুবাইয়ে টসে জিতে ক্যারিবীয়দের ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান। ছক্কা হাঁকিয়ে রানের খাতা খোলেন এভিন লুইস। কিন্তু তার বিদায়ের সঙ্গে তাসের ঘরের মতো ভেঙে পড়ে উইন্ডিজের ব্যাটিং লাইন। বল হাতে মাত্র ২.২ ওভারের স্পেলে ২ রানে চার উইকেট নেন ইংল্যান্ডের পাকিস্তানি বংশোদ্ভূত লেগস্পিনার আদিল রশিদ। অপর পাকিস্তানি বংশোদ্ভূত স্পিনার মঈন আলী নেন ১৭ রানে দুই উইকেট। এদিন দুই উইকেট নেন ইংলিশ পেসার টাইমাল মিলসও।