আলীম ইন্ডাস্ট্রিজের এবার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার অর্জন

Published: 28 October 2021

সংবাদ বিজ্ঞপ্তি :


বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত স্বনামধন্য কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠান আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সাফল্য ও কৃতিত্বের তালিকায় এবার যুক্ত হলো “বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরষ্কার ২০২০”। এর আগে সিলেটের এই শিল্প প্রতিষ্ঠানটি “বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪” অর্জন করেছিল।

বেসরকারী উদ্যোগে বাংলাদেশে কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারকদের অগ্রদূত ও কৃষি যান্ত্রিকীকরণে সরকারী প্রচেষ্টার সক্রিয় সহযোগী সিলেটের স্বনামধন্য কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক শিল্প প্রতিষ্ঠান আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড সাফল্যের ধারাবাহিকতায় এবার “বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরষ্কার-২০২০” অর্জন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিতে বৃহস্পতিবার সকালে শিল্প মন্ত্রনালয়ের উদ্যোগে ঢাকাস্ত ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেন প্রধান অতিথি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। প্রতিষ্ঠানের পক্ষে পুরষ্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলীমুছ ছাদাত চৌধুরী। পুরষ্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, এফবিসিসিআই এর সভাপতি মোঃ জসিম উদ্দিন, শিল্প সচিব জাকিয়া সুলতানা সহ শিল্প মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী উপস্থিত ছিলেন।