ভারতীয় সমালোচকদের একহাত নিলেন কোহলি

Published: 30 October 2021

পোস্ট ডেস্ক :


টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হেরে যায় ভারত। বিশ্বকাপের মতো বড় আসরে অতীতে ১২ বারের সাক্ষাতে একক আধিপত্য বিস্তার করেই জয় পায় ভারত।

কিন্তু বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে রীতিমতো উড়ে যায়। ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারায় বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান।

পাকিস্তানের বিপক্ষে বিরাট কোহলিদের কোনো পরিকল্পনাই কাজে আসেনি। স্রেফ উড়ে যায় ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে ভারতের এমন বাজে পারফরম্যান্সে হতাশ সমর্থকরা। পাকিস্তানের বিপক্ষে পরাজয়ের পর থেকেই কোহলিদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে।

নেটিজেনদের সমালোচনায় ‍রীতিমতো ক্ষুব্ধ ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেন— কেন আমরাই মাঠে নেমে খেলছি এবং সোশ্যাল মিডিয়ার একগুচ্ছ মেরুদণ্ডহীন লোক (সেটা পারছেন না), তার যথার্থ কারণ আছে। যাদের কোনো ব্যক্তির মুখোমুখি হয়ে কথা বলার সাহস নেই, লুকিয়ে থেকে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করে; যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।