তিন দিনে ৩ কিংবদন্তি ক্রিকেটারকে হারিয়ে শোকে কাতর অস্ট্রেলিয়া

Published: 1 November 2021

পোস্ট ডেস্ক :


তিন দিনে ৩ ক্রিকেটারের মৃত্যুতে শোকে স্তব্ধ অস্ট্রেলিয়ার ক্রীড়াঙ্গন। এদের তিনজনই কিংবদন্তি ক্রিকেটার।

অস্ট্রেলিয়া দলের টেস্ট অলরাউন্ডার ক্রিকেটার পিটার ফিলপট দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রোববার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

এর আগের দুদিনে মারা যান দুই টেস্ট কিংবদন্তি অ্যালান ডেভিডসন এবং অ্যাশলে মলেট। সেই শোক কাটিয়ে ওঠার আগেই আরো এক শোকের ছায়ায় ঢাকল অস্ট্রেলিয়ার ক্রীড়াঙ্গন।

এ তিন কিংবদন্তির মৃত্যুতে ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানায়, ‘পিটার ফিলপট, অ্যালান ডেভিডসন ও অ্যাশলে মলেটের মৃত্যু অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য অত্যন্ত শোকের দিন।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যান চার্ড ফ্রেডেনস্টেইন বলেছেন, ‘পিটার ফিলপট শুধু চমৎকার এক ক্রিকেটারই ছিলেন না , তিনি এমন একজন ব্যক্তি ছিলেন নৈপুণ্যের জন্য ক্রিকেট খেলায় এক বিরল উত্সাহ ছিলেন তিনি।’

ক্যারিয়ারে দুর্দান্ত লেগ-স্পিন করতেন ফিলপট। ১৯৬৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় ফিলপটের।

অভিষেকেই নজরকাড়া পারফরম্যান্স দেখান ফিলপট। ক্যারিবীয়দের বিপক্ষে ওই সিরিজে ১৮ উইকেট নেন তিনি।

একই বছর ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের প্রথম ম্যাচে ৫ উইকেট নেন ফিলপট।

ষাটের দশকে ৮ টেস্ট খেলে ৩৮.৪৬ গড়ে ২৬ উইকেট নেন ফিলপট। অবসরের পর ফিলপট মাত্র ৩১ বছর বয়সে কোচ হিসেবে নতুন ক্যারিয়ার শুরু করেন।

ফিলপটের আগে গত শনিবার ৯২ বছর বয়সে মারা যান অসি অলরাউন্ডার ডেভিডসন। তার আগে শুক্রবার ৭৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান অফ-স্পিনার মলেট।

এই তিন বর্ষীয়ান ক্রিকেটের মৃত্যুতে শোকে স্তব্ধ অস্ট্রেলিয়া।