বাংলাদেশ দল ব্যাপক এগিয়েছে: ডমিঙ্গো

Published: 1 November 2021

পোস্ট ডেস্ক :


টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে কোনো ম্যাচই জিততে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে। টাইগারদের পারফরম্যানস নিয়ে সমালোচনা হচ্ছে চারিদিকে। এমন পরিস্থিতিতেও কোচ রাসেল ডমিঙ্গো জানালেন যে, ৮ মাসের মধ্যে বাংলাদেশ দল ব্যাপক এগিয়েছে।

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘আমি জানি নির্দিষ্ট কিছু খেলোয়াড় এবং কোচিং স্টাফের কিছু দিক নিয়ে সমালোচনা চলছে। তবে আমি মনে করি দলটি ব্যাপক এগিয়েছে। আট মাসের মধ্যে ১১ নম্বর থেকে র‍্যাঙ্কিংয়ের ৬ নম্বরে আসাটা বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় অর্জন।’

ডমিঙ্গো আরো বলেন, ‘কিছু তরুণ খেলোয়াড় যুক্ত হয়েছে দলে। আমরা কোনভাবেই টি-টোয়েন্টি ফরম্যাটে ফেলনা নই। উন্নতির অনেক জায়গা আছে। আমি জানি চারপাশে অনেক নেতিবাচকতা রয়েছে, তবে ইতিবাচক হওয়ার মতো অনেক কিছু রয়েছে।’

টাইগার কোচ বলেন, ‘আমরা জানি ক্রিকেট একটি জাতীয় খেলা। যার ফলাফল ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ। আমাদের দলের গত এক বছরে টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয়ের রেকর্ড রয়েছে। এর মধ্যে আমরা কিছু বড় সিরিজও জিতেছি। আমার মনে হয়, আগের দুই বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে অল্পের জন্য হেরে যাওয়া দুই ম্যাচের ভিত্তিতে বিচার করা অনুচিত হবে।’