রোনালদোর জোড়া গোলে হার এড়ালো ম্যানইউ

Published: 3 November 2021

পোস্ট ডেস্ক :


দুবার পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর তাতে চ্যাম্পিয়ন্স লীগে ‘এফ’ গ্রুপের ম্যাচে আতালান্তার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইতালিয়ান ক্লাবটির হয়ে গোল দুটি করেন ইয়োসিপ ইলিচিচ ও দুভান জাপাতা। চ্যাম্পিয়ন্স লীগে অন্য ম্যাচে ভিয়ারিয়াল ২-০ গোলে জিতেছে ইয়াং বয়েজের বিপক্ষে।
‘এফ’ গ্রুপ ম্যানচেস্টার ইউনাইটেড ৪ ম্যাচে জয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে। ভিয়ারিয়াল সমান ম্যাচে একই পয়েন্ট নিয়ে অবস্থান করছে। আতালান্তা ৫ ও ইয়াং বয়েজ ৩ পয়েন্ট পেয়েছে।
প্রতিপক্ষের মাঠে বল দখলে প্রায় সমান সামনে দুই দল। তবে আক্রমণের শুরুটা করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ ঘড়ির ১ মিনিটে এগিয়ে যেতে পারতো ইউনাইটেড।

লুকা শয়ের এসিস্টে ক্রিশ্চিয়ানো রোনালদোর বক্সের বাইর থেকে নেওয়া শট প্রতিহত করেন গোলকিপার হুয়ান মুস্সো। ৫ মিনিটে রাশফোর্ডের শট ডিফেন্ডার ফিরিয়ে দেন।

আতালান্তা ১০ মিনিটে প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারেনি। মারিও পাসালিকের বা পায়ের শট ডিফেন্ডার নস্যাৎ করে দেন। তবে ২ মিনিট পর সাফল্য পায় ইতালিয়ান ক্লাবটি।
১২ মিনিটে দুভান জাপাতার এসিস্টে ইয়োসিফ ইলিচ্চি বক্সের ভেতরে থেকে বা পায়ের শটে গোলকিপার ডেভিড ডি গিয়াকে হারান। ১৭ মিনিটে রোনারদোর ক্রসে লুকা শয়ে বা পায়ের শট পোস্টের বাইরে দিয়ে গেলে সমতায় ফেরা হয়নি।
২০ মিনিটে পল পগবার এসিস্টে রোনালদোর হেড লক্ষ্যভ্রস্ট হয়। তবে প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে রোনালদো ম্যাচে সমতা আনেন। ব্রুনো ফেরনান্দেসের এসিস্টে বক্সের ভিতরে থেকে এই ফরোয়ার্ড নিঁখুত শটে লক্ষ্যভেদ করেন।
বিরতির পর আবারও ইউনাইটেড পিছিয়ে পড়ে। ৫৬ মিনিটে আতালান্তা আবারও গোলের দেখা পায়। লুইস পালোমিনোর এসিস্টে ৬ গজ দূর থেকে দুভান জাপাতা জাল কাঁপান।
তবে গোলের জন্য চেষ্টা করতে থাকা ইউনাইটেড ঠিকই ম্যাচে ফিরে আসে। যোগ করা সময়ের প্রথম মিনিটে রোনালদো আবারও গোল করে দলের ত্রাতার ভূমিকায়। বক্সের বাইরে থেকে গ্রিনউডের এসিস্টে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড। এতেই হার থেকে রক্ষা পায় ওলেগানার সুলশারের দল।