চ্যাম্পিয়ন’ ব্রাভো অধ্যায়ের শেষ

Published: 5 November 2021

পোস্ট ডেস্ক :


টি-টোয়েন্টির ফেরিওয়ালা ডুয়ানো ব্রাভো। বিশ্বব্যাপি দেখিয়ে বেরিয়েছেন নিজের যোগ্যতা। দু’বার বিশ্বকাপজয়ী দলেই ছিলেন এই ক্যারিবিয়ান তারকা। ব্যাটে বলে কাপন ধরিয়েছেন প্রতিপক্ষের। এবার আন্তর্জাতিক ক্রিকেটকে জানালেন ‘গুড বাই’। বয়স তার ৩৮। শুধু ক্রিকেটে গান দিয়েও মন জয় করেছেন বিশ্ববাসীর। গানের মতো চ্যাম্পিয়ন ছিলেন তিনি।

দু’টি টি-টোয়েন্টি কাপের পাশাপাশি চ্যাম্পিয়নস ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন তিনি। আর সাত বিশ্বকাপেই ছিলেন দলে।

ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনাল ভাগ্য টিকে ছিল শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে। লঙ্কানদের হারাতে পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে পৌঁছার ন্যুনতম রাস্তা খোলা থাকতো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। শেষ সুযোগ কাজে লাগাতে পারেনি ক্যারিবীয়রা। ২০ রানের হারে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে উইন্ডিজদের। বিশ্বকাপের স্বপ্নযাত্রা শেষের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন দলটির তারকা খেলোয়াড় ডুয়ানো ব্রাভো।

চলতি বিশ্বকাপে শনিবার (৬ই নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। নিয়মরক্ষার সেই ম্যাচটি হবে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ব্রাভোর শেষ খেলা। ৩৮ বছর বয়সী অলরাউন্ডার নিজের অবসরের ঘোষণা দিয়ে বলেন, আমার মনে হয় সময় চলে এসেছে। অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৮ বছর খেলেছি। যখন পেছনে ফিরে তাকাই, তখন নিজেকে সৌভাগ্যবান মনে হয় নিজের অঞ্চল ও ক্যারিবিয়ান লোকজনের প্রতিনিধিত্ব করতে পারায়।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হলেও অতীতের সাফল্যে গর্বিত ব্রাভো। তিনি বলেন, আইসিসির তিনটি ট্রফি জয়, দুটি আমার অধিনায়ক (ড্যারেন সামি) এখানে রেখে গেছেন। একটা জায়গায় আমি গর্বিত যে আমাদের প্রজন্মের ক্রিকেটার যারা ছিলাম, আমরা বিশ্ব ক্রিকেটে ছাপ রেখে যেতে সক্ষম হয়েছি। যা করেছি শুধু সেজন্য নয়, আমাদের সাফল্যও সেই অর্জনের হয়ে কথা বলে।

২০১২ ও ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে ব্রাভোর অবদান অনেক। এর আগে ২০০৪ সালে চ্যাম্পিয়নস ট্রফি জেতে ব্রাভোর ওয়েস্ট ইন্ডিজ।

৩৮ বছর বয়সী ব্রাভো আগেও একবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে ২০১৯ সালে অবসর ভেঙে ফিরে আসেন তিনি। এখন পর্যন্ত হওয়া সাতটি বিশ্বকাপের সবকটিতে খেলেছেন ব্রাভো। ক্যারিবিয়ানদের হয়ে ৯০টি টি- টোয়েন্টি ম্যাচ খেলেছেন ব্রাভো। ব্যাট হাতে ১২৪৫ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৭৮ উইকেট। সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে পাঁচশ’র বেশি ম্যাচে অংশ নিয়েছেন তিনি।

তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ব্রাভোর বিদায়টা যে সুখকর হয়নি সেটা অজানা নয় কারোর। ব্রাভো বলেন, আমরা মোটেও এমন বিশ্বকাপ চাইনি। আমাদের নিজেদের নিয়ে দুঃখিত হওয়া উচিত নয়। এটি একটি কঠিন প্রতিযোগিতা ছিল। আমাদের মাথা উঁচু করে রাখা উচিত।