জুড়ীতে ২ ভোটের ব্যবধানে মেম্বার নির্বাচিত হওয়ার রেকর্ড জাকিরের

Published: 12 November 2021

বিশেষ প্রতিনিধি :

জুড়ীতে মাত্র ২ ভোটের ব্যবধানে ইউপি মেম্বার নির্বাচিত হওয়ার রেকর্ড গড়লেন মানবাধিকার কর্মী ও বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির চেয়ারম্যান মো. জাকির হোসেন মনির। ভাগ্যবান ইউপি মেম্বার হিসেবে তাকে নিয়ে উপজেলা জুড়ে চলছে ব্যাপক আলোচনা। বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে জুড়ী উপজেলার ৫ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদে বর্তমান মেম্বারসহ ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। জায়ফরনগর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে মো. জাকির হোসেন মনির ভ্যান গাড়ি প্রতীকে ভোট পান ৪৭৫ আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেম্বার মো. আব্দুল খালিক বৈদ্যুতিক পাখা প্রতীকে ভোট পান ৪৭৩ ভোট। উপজেলার ৫ ইউনিয়নের কোনো ওয়ার্ডেই এত কম ভোটের ব্যবধানে কোনো প্রার্থী বিজয়ী হননি।

জায়ফরনগর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জাহাঙ্গীর আরিফ খান ২ ভোটের ব্যবধানে মেম্বার প্রার্থী মো. জাকির হোসেন মনির ভ্যান গাড়ি প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার সত্যতা স্বীকার করেন।