বড়লেখায় ৪৩ চেয়ারম্যান ও ৪৫১ মেম্বার প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

Published: 14 November 2021

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৩ জন ও সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে ৪৫১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা এসব প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। প্রতীক পেয়ে কর্মী-সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামেন প্রার্থীরা।

তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর বড়লেখার ১০ ইউনিয়নের ভোটগ্রহণ হবে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে বর্ণি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জোবায়ের হোসেন নৌকা, স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আওয়ামী লীগ) শামীম আহমদ ঘোড়া, আব্দুল মোহিত মোটরসাইকেল ও মো. জয়নাল আবেদীন (বিএনপি) আনারস, দাসেরবাজার ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জিয়াউর রহমান নৌকা, স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আওয়ামী লীগ) মাহতাব উদ্দিন ঘোড়া, স্বপন কুমার চক্রবর্তী আনারস, বিমান কান্ত দাস মোটরসাইকেল ও কয়েছ আহমদ অটোরিকশা, নিজবাহাদুরপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ময়নুল হক নৌকা, স্বতন্ত্র প্রার্থী আলাল উদ্দিন (বিএনপি) আনারস ও মো. আবু সাহেদ ঘোড়া, উত্তর শাহবাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রফিক উদ্দিন আহমদ নৌকা, স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আওয়ামী লীগ) মো. আতাউর রহমান আনারস, মো. মুমিনুর রহমান টনি ঘোড়া ও মো. আব্দুল্লাহ (জমিয়তে উলামায়ে ইসলাম) খেজুর গাছ, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাহিদ আহমদ বাবলু নৌকা, স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আওয়ামী লীগ) শাহাব উদ্দিন ঘোড়া, আব্দুল কুদ্দুছ স্বপন (বিএনপি) আনারস ও মো. আমির উদ্দিন চশমা, বড়লেখা সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালেহ আহমদ জুয়েল নৌকা, স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আওয়ামী লীগ) মো. সিরাজ উদ্দিন ঘোড়া, তালিমপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিদ্যুৎ কান্তি দাস নৌকা, স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আওয়ামী লীগ) বীর মুক্তিযুদ্ধা এখলাছুর রহমান আনারস, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনাম উদ্দিন নৌকা, স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আওয়ামী লীগ) মো. নজরুল ইসলাম ঢোল, আব্দুল জলিল ফুলু ঘোড়া, আশরাফ হোসেন মোটরসাইকেল, মোশাহিদ আহমদ টেলিফোন, মো. ময়নুল হক (বিএনপি) চশমা, লুৎফুর রহমান (জামায়াত) টেবিলফ্যান, জবরুল ইসলাম আনারস, আব্দুল মানিক রজনীগন্ধা ও আব্দুল মালিক অটোরিকশা, সুজানগর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাহেদুল মজিদ নিকু নৌকা, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঘোড়া, ফখরুল ইসলাম চশমা ও বদরুল ইসলাম আনারস, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সুলতানা কোহিনুর সারোয়ারী নৌকা, স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আওয়ামী লীগ) আজির উদ্দিন পেয়েছেন ঘোড়া, বেলাল খান ওলম আনারস, শরফ উদ্দিন চশমা ও সাইদুর রহমান মোটরসাইকেল প্রতীক পেয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান জানান, উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯০ জন ও সাধারণ সদস্য পদে ৩৬১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এখন থেকে প্রার্থীরা আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবেন। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।