গোলাপগঞ্জে ঔষধ কোম্পানীর টাকা লুটের মূল পরিকল্পনাকারী আটক

Published: 23 January 2022

সিলেট অফিস :


গত ৩০ অক্টোবর সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীণ হিলালপুর এলাকায় হেলথ কেয়ার ডিস্ট্রিবিউশন লি: নামীয় ঔষধ কোম্পানীর সরবরাহ ভ্যান রাস্থায় আটকে নগদ ২ লাখ,৭১ হাজার ৬৪২ টাকা ডাকাতির ঘটনা ঘটে। ১০/১২ জনের ডাকাত দলটি ডাকাতির কাজে দেশীয় অস্ত্র-শস্ত্র ব্যবহার করে এবং এলাকার নির্জন স্থান বাছাইয়ের জন্য ৫টি মোটরসাইকেল ব্যবহার করে। ঔষধ কোম্পানীটির বিক্রয় প্রতিনিধিরা প্রতিদিনের ন্যায় তাদের মার্কেটিং কার্যক্রম সম্পন্ন শেষে সিলেট শহনস্থ তাদের মূল ডিপোতে ফেরার পথে হিলালপুর নামক স্থানে হামলার শিকার হন। এ সময় কোম্পানীর গাড়ীতে চালকসহ মোট ৫ আরোহী ছিলেন। সংঘবদ্ধ ও পরিকল্পিতভাবে হামলার আকস্মিকতায় তারা কোন প্রতিরোধ গড়তে পারেন নি। ঘটনা পরবর্তী সময়ে কোম্পানীর পক্ষ হতে গোলাপ্গঞ্জ মডেল থাানায় লিখিত অভিযোগ করা হলে মামলা রুজু পূর্বক সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। কিন্তু নির্বাচনী কাজের চাপ থাকায় পুলিশ সুপার ঘটনার নিবিড় তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ মো: ইকতিয়ার উদ্দিনের নিকট দায়িত্ব অর্পন করেন। জেলা গোয়েন্দা শাখা মামলা প্রাপ্তির পর বিভিন্ন গোপন সংাবাদ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত সোহেল মিয়া (৩১), পিতা- মৃত রাজন আলী, সাং- বালিউড়া, থানা- দোয়ারাবাজার, জেলা- সুনামগঞ্জ এর জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়। পরবর্তীতে পুলিশ সুপারের নিদের্শে মামলার তদন্তকারি কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার এসআই(নি:)/ আবুল কালাম আজাদ আসামী সোহেল মিয়াকে ২২ জানুয়ারী সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার এলাকা হতে আটক করেন। আসামী ঘটনায় জড়িত থাকার বিষয়ে নিজেকে জড়িয়ে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।