ভারতে খোলা বাজারে বিক্রির অনুমোদন পেলো কোভ্যাক্সিন, কোভিশিল্ড

Published: 27 January 2022

পোস্ট ডেস্ক :


ভারতের বাজারে শর্তসাপেক্ষে বিক্রির অনুমোদন পেয়েছে কোভ্যাক্সিন ও কোভিশিল্ড। দেশটির ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া বা ডিসিজিআই থেকে এই ছাড়পত্র দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, খোলা বাজারে এই কোভিড ভ্যাকসিনের দাম হতে পারে সর্বোচ্চ ২৭৫ রূপি। তবে সার্ভিস চার্জ যুক্ত হলে এই দামে পরিবর্তন আসতে পারে। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা এএনআই।
খবরে জানানো হয়েছে, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা এনপিপিএ’কে খোলা বাজারে টিকার দাম কত হতে পারে, তা নির্ধারনের দায়িত্ব দেয়া হয়েছিল। টিকার দাম যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে নির্দেশনা ছিল। উল্লেখ্য, ভারতের ৯২ শতাংশ প্রাপ্তবয়স্ক কোভিড ভ্যাকসিনের অন্তত এক ডোজ পেয়েছেন।

অপরদিকে দুই ডোজ পেয়েছেন ৭২ শতাংশ। এরমধ্যে কোভিশিল্ড ভ্যাকসিনই দেয়া হয়েছে ৮০ শতাংশকে।