আইপিএল নিলামে নাম না দেওয়ার কারণ জানালেন স্টার্ক

Published: 1 February 2022

পোস্ট ডেস্ক :


আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠান। টানা সাত বছর আইপিএল থেকে দূরে ছিলেন মিচেল স্টার্ক। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ফের আইপিএলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন অস্ট্রেলিয়ার গতি তারকা। কিন্তু স্টার্ক একেবারে শেষ মুহূর্তে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন।

পরিবার ছেড়ে দীর্ঘ সময় বায়োবাবলে থাকবেন না বলেই স্টার্কের এই সিদ্ধান্ত। এ বিষয়ে স্টার্ক বলেন, ‘আইপিএলের নিলামে প্রবেশ করার থেকে এক ধাপ দূরে ছিলাম আমি। কিন্তু ব্যক্তিগতভাবে ২২ সপ্তাহ আমি বায়োবাবলে থাকতে চাইনি। ভেবেছিলাম আইপিএলে ফিরব। অস্ট্রেলিয়ার হয়ে যতটা খেলতে চাই, ঠিক ততটা ইচ্ছাই ছিল আইপিএল খেলার। আইপিএল খেলার সিদ্ধান্ত নিয়েই ভাবছিলাম। কিন্তু আইপিএল না খেললে আমি এখন স্ত্রী অ্যালিসা ও পরিবারের সঙ্গে কাটাতে পারব। ’

স্টার্ক এখন পর্যন্ত ২৭টি আইপিএল ম্যাচ খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। ২০১৫ সালে সর্বশেষ আইপিএল খেলেন তিনি। ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্স তাকে নিলামে নেয়। কিন্তু পায়ের চোটের কারণে খেলা হয়নি তার। এরপর কেকেআর রিলিজ করে দেয়ে স্টার্ককে। এবার আর ৮ দল নয়, আইপিএলের ১৫তম সংস্করণ ফের দেখবে ১০ দলের লড়াই। স্টার্ক খেললে সব দলই তাকে নিতে চাইতো নিশ্চয়। কিন্তু স্টার্ক আপাতত আইপিএলে প্রত্যাবর্তন করছেন না।