প্যারাগুয়ের জালে ব্রাজিলের গোলবন্যা

Published: 2 February 2022

পোস্ট ডেস্ক :


আগের ম্যাচে ইকুয়েডরের মাঠে পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। এবার নিজেদের আঙিনায় জ্বলে উঠলো সেলেসাওরা। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়ের জালে গোলোৎসব করলো ব্রাজিল। আজ এস্তাদিও মিনেইরো স্টেডিয়ামে ৪-০ গোলের জয় পায় তিতের দল।

প্রথমার্ধে রাফিনহার গোলে লিড নেয় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে লক্ষ্যভেদ করেন ফিলিপে কুটিনহো, অ্যান্টনি ও রদ্রিগো। বড় জয়ের ম্যাচে অনুমিতভাবেই আধিপত্য ছিল ব্রাজিলের। ৭৭ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে মোট ২২টি শট নেয় ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যার লক্ষ্যে ছিল ৮টি।

আর ২৩ শতাংশ বল দখলে রাখা প্যারাগুয়ে ৬টি শটের ২টি লক্ষ্যে রাখতে সমর্থ্য হয়।

রাফিনহার গোলে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। তবে ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয় গোলটি। রিভিউয়ে দেখা যায় শেষ শটের আগে বল হাতে লেগেছিল রাফিনহার। ষোড়শ মিনিটে আরেকটি দারুণ সুযোগ পান রাফিনিয়া। বাঁ দিক থেকে ভিনিসিউস জুনিয়রের বাড়ানো বল দূরের পোস্টে পেয়ে শট লক্ষ্যে রাখতে পারেননি লিডস ইউনাইটেডের এই ফরোয়ার্ড। তবে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি রাফিনহার। ২৮তম মিনিটে চমৎকার এক গোলে এগিয়ে নেন ব্রাজিলকে।

বিরতিতে যাওয়ার আগে দারুণ সুুযোগ হাতছাড়া করেন ভিনিসিউস। তবে মাঝমাঠ থেকে সতীর্থের লম্বা করে বাড়ানো বল ডি-বক্সে পেয়ে নিয়ন্ত্রণে নিতে পারেননি রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে নিজের দ্বিতীয় গোল পেতে পারতেন রাফিনহা। তবে বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে ভিনিসিউসের ক্রসে তার শট পোষ্টে লাগে। ৬২তম মিনিটে দারুণ গোলে ব্যবধান বাড়ান কুটিনহো। মার্কিনিয়োসের পাস ধরে জোরালো শটে লক্ষ্যভেদ করেন কুটিনহো।

৮৬ থেকে ৮৮, তিন মিনিটের মধ্যে দুবার জালে বল পাঠিয়ে বড় জয় প্রায় নিশ্চিত করে স্বাগতিকরা। এভেরটন রিবেইরোর পাস ধরে বাঁ পায়ের শটে দূরের পোষ্টে দিয়ে জাল খুঁজে নেন দ্বিতীয়ার্ধে ভিনিসিউসের বদলি নামা অ্যান্টনি। পরের গোলটি করেন বদলি নামা রদ্রিগো। জাতীয় দলের হয়ে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের এটি প্রথম গোল। বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে ব্রাজিলের অপরাজেয় যাত্রা বেড়ে দাঁড়াল রেকর্ড ৬১ ম্যাচে।

১৫ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আছে ব্রাজিল।
আরেক ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারানো আর্জেন্টিনা ১৫ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।