কমিউনিটিতে অবদানের জন্য বিশেষ স্বীকৃতি পেলো গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে

Published: 3 February 2022

সংবাদ বিজ্ঞপ্তি :


সমাজের জন্য ভালো কাজ করলে অবশ্যই স্বীকৃতি আসবে। গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র নব গঠিতকমিটির কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ গতকাল সোমবার ৩১ জানুয়ারি পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্টূরেন্টে ট্রাসের ইসি কমিটিরসভায় লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস এর সম্মানিত স্পিকার মোহাম্মদ আহবাব হোসেন স্বীকৃতি সনদ নিয়ে উপস্থিত হন।কমিউনিটিতে অবদানের স্বীকৃতি স্বরূপ এ সনদ প্রদান করা হয়।সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শওকত আলীর সভাপতিত্বেও যুগ্ম সম্পাদক মিছবাহ মাছুম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় লন্ডনবারা অফ টাওয়ার হ্যামলেটস এর মাননীয় স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন কে। বক্তারা বলেন, যেকোন স্বীকৃতি কমিউনিটিকর্মকান্ডে সামাজিক সংগঠনগুলো আরো উৎসাহিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার মোহাম্মদ আহবাব হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জউপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সভাপতি মোহাম্মদ ইসবাহ উদ্দিন, কাউন্সিলর রাজীব আহমেদ, সাংবাদিক ও লেখক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র সাবেক সভাপতি তমিজুর রহমান রঞ্জু, গোলাপগঞ্জ স্যোশালএন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক মোঃ দিলওয়ার হোসেন , কোষাধ্যক্ষ মাসুদ আহমেদ জোয়ারদার, সিওজিক্যারম এসোসিয়েশন ইউকে’র চেয়ারম্যান সেলিম আহমেদ চাকলাদার, সংগঠনের সাবেক অর্থ সচিব আব্দুস শুকুর, বোর্ড অবডাইরেক্ট কমিটির সদস্য মারুফ আহমেদ, রফি আহমদ চৌধুরী শিবা, মকছুছ আহমেদ, কালচারাল সেক্রেটারি কামাল উদ্দিন, যুব ও চ্যারিটি বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, মেম্বারশিপ সেক্রেটারি আমজাদ হোসেন দোলন, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসইউকে’র সাবেক সভাপতি আফরোজ মিয়া শাহিন, সিওজি ক্যারম এসোসিয়েশন ইউকে’র ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল বারী নছির, আবুল ফয়েজ, আবুল হাসনাত পারভেজ, প্রমুখ।

সভায় মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগেরসভাপতি জনাব এডভোকেট আলহাজ্ব ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং উনার আত্মারমাগফিরাত কামনা করে মহান আল্লাহ পাকের দরবারে মোনাজাত করা হয়।