দেওলগ্রাম মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন ২০ ফেব্রুয়ারি শুরু

Published: 5 February 2022

সংবাদ বিজ্ঞপ্তি :

নিত্যলীলায় প্রবিষ্ট শ্রীশ্রী রামগোবিন্দ গোস্বামীর তিরোধান তিথি উপলক্ষে এক অষ্টকালীন লীলা সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই মহোৎসব সিলেটের দেউলগ্রাম দাসপাড়া বিয়ানীবাজারস্থ শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে, ২০ ফেব্রুয়ারি রবিবার বিকেল ৪টায় শ্রীশ্রীচৈতন্য চরিতামৃত পাঠ, পরিবেশনায় শ্রীযুক্ত কানুপ্রিয় দাস। রাত ৮টায় অষ্টকালীন লীলা সংকীর্ত্তন মহোৎসবের শুভ অধিবাস। ২১ ফেব্রুয়ারি সোমবার ব্রাহ্ম মুহুর্ত থেকে অষ্টকালীন লীলা সংকীর্ত্তন মহোৎসব শুরু হবে।
লীলা সংকীর্ত্তন পরিবেশন করবেন শ্রীযুক্ত গোপাল দাস বৈরাগ্য-ভারত, শ্রীমতি তৃষ্ণা রাণী দেবনাথ-বগুড়া, শ্রী গৌর গোপাল দাস বৈষ্ণব-জকিগঞ্জ ও শ্রীযুক্ত বিধান ধর-জকিগঞ্জ।
২২ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৮টায় দধিভাণ্ড ভঞ্জন ও কীর্ত্তন সমাপন, পরিবেশনায় শ্রী গৌর গোপাল দাস বৈষ্ণব।
নিত্যলীলায় প্রবিষ্ট শ্রীশ্রী রামগোবিন্দ গোস্বামীর তিরোধান তিথি উপলক্ষে এক অষ্টকালীন লীলা সংকীর্ত্তন মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য সিলেটের দেউলগ্রাম দাসপাড়া বিয়ানীবাজারস্থ শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ার শ্রীগুরুচরণাশ্রিত শ্যামলী দাসী ভান্ডারী ও স্বরূপ দাস মোহন্ত বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।