আল্লামা হাবিবুর রহমানের দাফন সম্পন্ন

Published: 8 February 2022

সিলেট অফিস :


হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীর অংশগ্রহণে দেশবরণ্যে বর্ষীয়ান আলেমে দ্বীন, উপমহাদেশের অন্যতম প্রবীণ শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমানের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা ৩টায় জকিগঞ্জের রারাই গ্রামের মরহুমের বাড়ী সংলগ্ন উত্তরের মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁকে আল হাবীব ফাউন্ডেশন মসজিদ সংলগ্ন কবরস্থানে সমাহিত করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের বড় ছেলে মাওলানা আব্দুল আউয়াল।
জানাযার নামাজে বিপুল সংখ্যক আলেম, মাদ্রাসার শিক্ষক-ছাত্র, বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার হাজার হাজার মুসল্লী অংশ নেন। জানাযাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মরহুমের বর্ণাঢ্য জীবনের উল্লেখযোগ্য দিক তুলে ধরে বক্তব্য রাখেন উলামা মাশায়েখ ও মরহুমের আত্মীয় স্বজন। বক্তব্য চলাকালে মরহুমের স্মৃতিচারণ করতে গিয়ে অনেক বক্তা আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় জানাযার মাঠ জুড়ে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। হাজার হাজার মুসল্লীর চোখের জলে প্রবীণ এই আলেমকে চিরবিদায় জানান।
জানাযাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, আঞ্জুমানে আল ইসলাহ এর সভাপতি মাওলানা হুছাম উদ্দীন চৌধুরী ফুলতলী ও মহাসচিব এ কে এম মনোওর আলী, জগন্নাথ বিশ^বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাবিদ ড. রইছ আলী, ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক মাওলানা শাহান আহমদ চৌধুরী ফুলতলী, নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান এডভোকেট মাওলানা আব্দুর রকিব, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মরহুম আল্লামা হাবিবুর রহমানের জামাতা ছাতক গোবিন্দনগর ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম মাদানী।
উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা এমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী, সাবেক এমপি সেলিম উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা হাবীবুর রহমান, জেলা উত্তর জামায়াতের আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, জেলা উত্তর জামায়াতের নায়েবে আমীর সৈয়দ ফয়জুল্লাহ বাহার প্রমূখ। এছাড়া জানাযায় আওয়ামীলীগ, বিএনপি, জামায়াত, জাতীয়পাটি সহ বিভিন্ন রাজনৈতিক দলের জেলা-মহানগর ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।