শাবি ভিসির পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বলন

Published: 9 February 2022

সিলেট অফিস :


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার রাত সাড়ে ৭টায় ক্যাম্পাসে মোমবাতি প্রজ্বলন করে মৌন মিছিল করেছেন তারা।

মৌন মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু হয়ে এক কিলোমিটার রোড ঘুরে চেতনা-৭১ এর সামনে এসে শেষ হয়। পরবর্তীতে তারা চেতনা-৭১ এর সামনে মোমবাতি প্রজ্বলন করেন। এদিকে মঙ্গলবার রাত ৮টায় ১৬ জানুয়ারি শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা এবং ভিসি পদত্যাগের আন্দোলন চলাকালীন বিভিন্ন কর্মসূচি নিয়ে গোলচত্বরে ডকুমেন্টারি প্রদর্শনের আয়োজন করেন শিক্ষার্থীরা।

এবিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থী সুদীপ্ত ভাস্কর বলেন, ‘আমাদের দাবি মেনে নেয়া হবে, এমন আশ্বাসের পর ২৬শে জানুয়ারি থেকে আমরা অনশন-অবরোধ কর্মসূচি থেকে সরে এসেছি। কিন্তু ভিসির পদত্যাগের সুস্পষ্ট ঘোষণা আসার আগ পর্যন্ত সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে আমাদের আন্দোলন চলবে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতির কারণে মাননীয় শিক্ষামন্ত্রী ক্যাম্পাসে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন, তাই আমরা তাকে ক্যাম্পাসে আসার জন্য আহ্বান জানাচ্ছি।’

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহির উদ্দিন আহমেদ অসুস্থ হওয়ায় গত রোববার (৬ ফেব্রুয়ারি) তাকে পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীনকে নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি প্রভোস্ট বিরোধী আন্দোলনের সময় অবরুদ্ধ ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে মুক্ত করতে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা করে এতে শিক্ষক, শিক্ষার্থী, পুলিশসহ অর্ধশতাধিক আহত হন।

হামলার পরপরই প্রভোস্ট বিরোধী আন্দোলন ভিসি বিরোধী আন্দোলনে রূপ নেয়, পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ও প্রক্টরের পদত্যাগ দাবি করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবিতে অনশন শুরু করে এবং ১৬৩ ঘণ্টা পর ২৬ জানুয়ারি অধ্যাপক ড. জাফর ইকবাল শিক্ষার্থীদের অনশন ভাঙান এবং সব দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বস্ত করেন। এরপর থেকে সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।