কোপা ফুটসাল শিরোপাও আর্জেন্টিনার

Published: 9 February 2022

পোস্ট ডেস্ক :


কিছুদিন আগেই ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। নতুন বছরে তারা মাতলো ফুটসাল কোপা জয়ের আনন্দে। শ্বাসরুদ্ধকর ফাইনালে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো এ শিরোপা জিতলো আলবিসেলেস্তেরা। এর আগে ২০১১ ও ২০১৭তে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
এসনডি অ্যারেনায় শিরোপার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী স্বাগতিক প্যারাগুয়ের বিপক্ষে প্রথমার্ধের শেষের দিকে লিড নেয় আর্জেন্টিনা। প্যারাগুয়ের সেরা সুযোগটি আসে ম্যাচ ১১ মিনিট বাকি থাকতে। তবে গোলরক্ষক নিকোলাস সারমিয়েন্টোর দুর্দান্ত সেভে রক্ষা পায় আর্জেন্টিনা। শেষ দিকে প্যারাগুয়ের নেয়া একটি শট পোস্টে লেগে ফিরে আসে। রেফারি শেষ বাঁশি বাজানোর ১৫ সেকেন্ড আগে সারমিয়েন্টোর আরেকটি দুর্দান্ত সেভ নিশ্চিত করে আর্জেন্টিনার জয়।

এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে টাইব্রেকারে ২-১ গোলে হারিয়ে ফুটসাল কোপা আমেরিকার ফাইনালে ওঠে আর্জেন্টিনা। অন্যদিকে কলম্বিয়াকে ৪-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে প্যারাগুয়ে।