৪ বছর পর চারে আর্জেন্টিনা

Published: 11 February 2022

পোস্ট ডেস্ক :


সোনায় মোড়ানো বছর কাটিয়েছে আর্জেন্টিনা। ২৮ বছরের খরা কাটিয়ে ২০২১ সালে আন্তর্জাতিক শিরোপা জিতেছে আলবেসেলিস্তেরা। কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ইতোমধ্যেই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা আর্জেন্টাইনরা সব মিলিয়ে টানা ২৯ ম্যাচ অপরাজিত। দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল স্কালোনির দল এবার পেলো সাফল্যের পুরস্কার। দীর্ঘ চার বছর পর ফিরলো ফিফা র‌্যাঙ্কিংয়ের সেরা চারে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে চলতি বছরের প্রথম র‌্যাঙ্কিং। সেখানে আর্জেন্টিনার মোট পয়েন্ট এখন ১৭৬৬.৯৯। এতে সামনে থাকা ইংল্যান্ডকে (১৭৫৫.৫২) পেছনে ফেলে র‌্যাঙ্কিংয়ের সেরা চারে চলে এসেছে লিওনেল মেসির দেশ।
২০২২ সালে প্রকাশিত প্রথম র‌্যাংকিংয়েও প্রথম অবস্থানে আছে বেলজিয়াম। তাদের পয়েন্ট ১৮২৮.৪৫। এরপর ব্রাজিল (১৮২৩.৪২) ও ফ্রান্সের (১৭৮৬.২৫) অবস্থান। এক ধাপ নেমে ইংল্যান্ডের অবস্থান পাঁচে। র‌্যাংকিংয়ে ছয় থেকে দশে আছে যথাক্রমে ইতালি, স্পেন, পর্তুগাল, ডেনমার্ক ও নেদারল্যান্ডস।

সবশেষ ২০১৮ সালে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে দলটি অবস্থান সেরা চারে। তবে সেই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয়ায় এক ধাক্কায় সেরা দশের বাইরে চলে যায় আর্জেন্টিনা।

বছরের প্রথম ফিফা র‌্যাঙ্কিংয়ে ছাপ রেখেছে সেনেগাল। আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) চ্যাম্পিয়ন হয়ে সাদিও মানেরা জায়গা করে নিয়েছে নিজেদের ইতিহাসের সেরা র‌্যাঙ্কিংয়ে।

আফকনের ফাইনালে মিশরকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে আফ্রিকার সেরা হয় ২০০২ ও ২০১৯ সালের রানার্সআপ দলটি। তাতে করে ফিফা র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১৮তম স্থানে অবস্থান করছে তারা। ১৮ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে অবস্থান করছে আফকনের সেমিফাইনাল খেলা ক্যামেরুন। আর রানার্সআপ দল মিশরের উন্নতি হয়েছে ১১ ধাপ (৩৪তম)।