চলতি বছর সিলেটে এএফসি কাপ খেলতে চায় কিংস

Published: 19 February 2022

পোস্ট ডেস্ক :


ইতিহাস রচনা করে নতুন হোম ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনা গড়ে তুলেছে বসুন্ধরা কিংস। পেশাদার ফুটবলের নতুন এক যুগে পা দিলেও এখনো স্টেডিয়ামের কাজ পূর্ণাঙ্গভাবে সম্পন্ন হয়নি। তাই এ বছরেও এএফসি কাপের ম্যাচ আয়োজনের জন্য সিলেট জেলা স্টেডিয়ামকে বেছে নিয়েছে বসুন্ধরা কিংস। আগামী বছর থেকেই কিংস অ্যারেনায় আয়োজিত হবে আন্তর্জাতিক ম্যাচ।

আগেই জানা ছিল এবারের এএফসি কাপ আয়োজিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। শুক্রবার ছিল আয়োজক হওয়ার জন্য ক্লাবগুলোর আবেদন পাঠানোর শেষ দিন, এ দিনেই এএফসি কাপের দক্ষিণ জোনের গ্রুপ পর্বের ম্যাচগুলোর আয়োজক হওয়ার জন্য এএফসির নিকট আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস।

বসুন্ধরা কিংসের বিবৃতিতে আরো বলা হয়েছে, সফরকারী দলগুলোর জন্য থাকছে না কোনো কোয়ারেন্টিন বিধিনিষেধ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে হোটেলেই তাদেরকে আরটি-পিসিআর টেস্ট করানো হবে। নেগেটিভ হলেই নিয়ম অনুযায়ী ফুটবলাররা অনুশীলন ও ম্যাচে অংশ নিতে পারবে।

আগামী ১৮ মে শুরু হয়ে গ্রুপ পর্বের ম্যাচ শেষ হবে ২৪ মে। উদ্বোধনী দিনেই মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টসের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। কিংসের দ্বিতীয় ম্যাচ ২১ মে মুখোমুখি হবে বাছাইপর্ব পার করে আসা দলের বিপক্ষে। শেষ ম্যাচ ২৪ মে প্রতিপক্ষ ভারতের গোকুলাম কেরালা।

গত বছরেও সিলেট জেলা স্টেডিয়ামে এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচ আয়োজনের জন্য আবেদন করেছিল বসুন্ধরা কিংস। কিন্তু শেষ পর্যন্ত মালদ্বীপের মাজিয়া স্পোর্টস আয়োজক হওয়ার সুযোগ লাভ করেছিল।