ম্যান সিটিতে মাহরেজের বিকল্প রাফিনহা!

Published: 21 July 2023

পোস্ট ডেস্ক :


ইউরোপ ছেড়ে এশিয়ান ফুটবলে ঝুঁকছেন বিশ্বের সেরা ফুটবলাররা। যোগ দিচ্ছেন সৌদি প্রো লীগের বিভিন্ন দলে। এবার ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, এনগোলো কান্তেদের পথে হাঁটলেন রিয়াদ মাহরেজ। ম্যানচেস্টার সিটি ছেড়ে যোগ দিলেন প্রো লীগের দল আল আহলি এফসিতে। আলজেরিয়ান ফরোয়ার্ডের বিকল্পও নাকি পেয়ে গেছে ম্যান সিটি।

রিয়াদ মাহরেজের প্রো লীগের যোগ দেয়া নিয়ে কিছু জানায়নি আল আহলি এফসি। এই খবরের সত্যতা নিশ্চিত করেছে সৌদি সরকার পরিচালিত টিভি চ্যানেল আল এখবারিয়া। তবে মাহরেজের চুক্তির বিষয়ে বিষদ কিছু জানায়নি চ্যানেলটি। স্কাই স্পোর্টসের দাবি, আল আহলির সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন ৩২ বছর বয়সী আলজেরিয়ান ফুটবলার। প্রো লীগে মাহরেজের বেতন বার্ষিক ৩০ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় ৪২২ কোটি টাকারও বেশি।

মাহরেজের রিলিজ ক্লজ নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
২০১৮ সালে লেস্টার সিটি থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন রিয়াদ মাহরেজ। গত বছরই সিটির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ান। তবে এর আগেই সিটির স্কাই ব্লু জার্সি গায়ে এই আলজেরিয়ানের পথচলার ইতি হলো। সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩৬ ম্যাচে ৭৮ গোল মাহরেজের। ম্যান সিটির হয়ে ৫ বছরে ১১টি ট্রফি জেতেন তিনি। এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপাই ৪টি। এছাড়াও লীগ কাপ জিতেছেন তিনবার, এফএ কাপ ২টি, চ্যাম্পিয়নস লীগ এবং কমিউনিটি শিল্ড জেতেন ১টি করে।

ফুট মার্কেতোর সাংবাদিক সান্তি আওনা জানিয়েছেন, রিয়াদ মাহরেজের শূন্যস্থান পূরণে বার্সেলোনা তারকা রাফিনহার ওপর পাখির চোখ সিটি কোচ পেপ গার্দিওলার। ইতোমধ্যে নাকি ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সঙ্গে আলোচনাও শুরু করে দিয়েছে সিটি কর্তৃপক্ষ। গত মৌসুমে প্রিমিয়ার লীগের দল লিডস ইউনাইটেড থেকে ৫৫ মিলিয়ন পাউন্ড দিয়ে রাফিনহাকে ভেড়ায় বার্সেলোনা। ব্লাউগ্রানাদের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ ব্রাজিলিয়ান তারকার।