মৌলভীবাজার ১ ও ২ আসনে ২ প্রার্থীর মনোনয়ন স্থগিত, ১ জনের বাতিল

Published: 3 December 2023

মৌলভীবাজার সংবাদদাতা :


কাগজপত্রে ঘাটতির কারণে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) ও ২ (কুলাউড়া) আসনের দুইজন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

অপরদিকে কাগজপত্রে ত্রুটির কারণে একজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

স্থগিত ও বাতিল হওয়া প্রার্থীরা হলেন- মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ময়নুল ইসলাম ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের বিকল্পধারা বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামান সিমু।

বাতিল হওয়া প্রার্থী হলেন- মৌলভীবাজার-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমেদ।

রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এই ঘোষণা দেন।

মৌলভীবাজার-১ আসনে বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ প্রার্থী মো: শাহাব উদ্দিন, জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন এবং তৃণমূল বিএনপির প্রার্থী মো: আনোয়ার হোসেন।

মৌলভীবাজার-২ আসনে বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ প্রার্থী শফিউল আলম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী এ.কে.এম সফি আহমদ সলমান, স্বতন্ত্র প্রার্থী মো: আব্দুল মতিন, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী, তৃণমূল বিএনপি প্রার্থী এম এম শাহীন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী এনামুল হক মাহতাব, জাতীয় পার্টি প্রার্থী মো: আব্দুল মালিক, জাসদ প্রার্থী মো: বদরুল হোসেন এবং জাতীয় পার্টি প্রার্থী মো: মাহবুবুল আলম।